
কক্সবাজারের উখিয়ায় র্যাবের টহল টিমের ওপর অতর্কিত গুলিবর্ষণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। রোববার রাত ১০টায় উখিয়া জালিপালং পাইন্যাসিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিএনপি নেতা সুলতান মাহমুদের নেতৃত্বে র্যাবের ওপর এ অতর্কিত হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে র্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, রোববার রাত ১০টার দিকে র্যাব ১৫-এর একটি টহল টিম নাশকতা ঠেকাতে রাস্তায় টহল দিচ্ছিল। নিয়মিত টহলের অংশ হিসেবে র্যাবের একটি গাড়ি বিএনপি নেতা সুলতান মাহমুদের বাড়ির পার্শ্ববর্তী রাস্তা দিয়ে যাচ্ছিল।

এ সময় কয়েকটি নাশকতা মামলার প্রধান আসামি ও উখিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে র্যাবের ওপর অতর্কিতভাবে সন্ত্রাসীরা প্রথমে ইটপাটকেল নিক্ষেপ এবং পরে ফাঁকা গুলিবর্ষণ করা হয়। এতে কয়েকজন পথচারী আহত হয়েছেন বলে জান
স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র বলছে, বিএনপি নেতা সুলতান মাহমুদ একটি নাশকতা মামলার প্রধান আসামি। তাকে র্যাব গ্রেফতার করতে গিয়েছে এমন ধারণা থেকে বিএনপি নেতাকর্মীদের জড়ো করেন সুলতান। পরে তাদের উস্কানি দিয়ে র্যাবের ওপর হামলা চালানোর নির্দেশ দেন।

র্যাব ১৫-এর অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, র্যাবের ওপর হামলাকারী সন্ত্রাসীদের ধরতে অভিযান চালানো হচ্ছে। হামলার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত বিএনপি নেতা সুলতানের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।