আজঃ শুক্রবার ২০ জুন, ২০২৫

মদনে গানের আসরে চেয়ারে বসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩০, আটক ৪।

আব্দুল আওয়াল মদন নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে গানের আসরে চেয়ারে বসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে জুয়েল (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় আরও অন্তত ৩০ জন
আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরীর বাফলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত জুয়েল, আনোয়ার, সজিব, নূরুদ্দিন, আবু হুরাইরা, জজ মিয়া, ছন্দন মিয়া, মোখলেছ, রবিউল্লাহ ও রাহিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথে জুয়েল মারা যায়! মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জুয়েলের চাচা মুহসিন মিয়া ।

বাকী আহতদেরকে মদন ও পাশের কেন্দুয়া উপজেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ
সময় মদন হাসপাতালে ভর্তি আহত সজিব, জানু, রাহিম ও ফজলুল হককে আটক করে
পুলিশ।

পুলিশ ও প্রত্যক্তদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে কাইটাইল গ্রামে নজরুল মিয়ার
বাড়ির সামনে গানের আসর বসে। এ সময় চেয়ারে বসা নিয়ে বাঁশরী গ্রামের জালেক
মিয়ার ছেলে রুমানের সাথে একই গ্রামের ছন্দন মিয়ার ছেলে মাহফুজের তর্কবির্তক হয়। এ নিয়ে বুধবার কাইটাইল বাজারে তরিকুল ও রুমানের মধ্যেও তর্কবির্তকসহ ঠেলাধাক্কার ঘটনা ঘটে। এ ঘটনার প্রেক্ষিতে বিষয়টি নিস্পতি করার জন্য বৃহস্পতিবার সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবগগর্ণ কাইটাইল বাজারে সালিশি বৈঠকে বসেন। বৈঠক চলাকালে বাশঁরী বাফলা গ্রামে
দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়।

মদন থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, দু’পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যুর
সংবাদটি তাদের স্বজনদের মাধ্যমে জেনেছি। হাসপাতালে ভর্তি ৪জনকে সন্দেহজনক
আটক রাখা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা
হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

স্বাক্ষর জালিয়াতির অভিযোগে চবির কর্মচারীকে সাময়িক বরখাস্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। স্বাক্ষর জালিয়াতি করে টাকা উত্তোলনের অভিযোগে অভিযুক্ত এই কর্মচারী হলেন শ্রাবণ সরকার। তিনি আলাওল হলের অফিস পিয়ন। হলটির প্রভোস্ট অধ্যাপক এনামুল হকের অভিযোগের ভিত্তিকে তাকে বরখাস্ত করে প্রশাসন।

একই ঘটনায় আলাওল হলের আরও দুই কর্মচারী কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
জানা গেছে, প্রভোস্ট এনামুল হকের স্বাক্ষর জালিয়াতি করে ২৫ হাজার টাকা উত্তোলন করে আলাওল হলের কর্মচারী শ্রাবণ। পরে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার ম্যাসেজ যায় প্রভোস্টের কাছে।

এতে প্রভোস্ট নিশ্চিত হন, অন্য কেউ তার স্বাক্ষর জালিয়াতি করে টাকা তুলেছেন। পরে তিনি প্রশাসনকে লিখিত অভিযোগ দেন। এ ঘটনায় শ্রাবণকে সাময়িক বরখাস্ত ও হলটির আরও দুই কর্মচারী শামসুল হুদা ও ছৈয়দ হোসেনকে শোকজ করে প্রশাসন। তবে বিষয়টি জানাজানির পর ওই টাকা জমা দিয়ে দেন শ্রাবণ।

চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, শ্রাবণ সরকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটির প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সক্রিয় চোর চক্র, ৫১ রোল কাপড় উদ্ধার।

চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক চোর চক্র সক্রিয় রয়েছে।চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনের সময় চুরি হওয়া কাপড়ের ৫১টি রোল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় বন্দরকেন্দ্রিক সক্রিয় চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতার

হওয়া চারজন হলেন—মো. আকবর আলী (২৬), মো. শহিদুল ইসলাম জীবন (২৭), মো. আব্দুল করিম হৃদয় (২৭) ও মো. হাছান (২৬)।ডিবি (পশ্চিম) বিভাগের একটি দল ১৫ জুন রাতে হালিশহর ও বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে। এ সময় তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে কোতোয়ালী থানার টেরিবাজার এলাকার হাজী প্লাজার কাছে এক গুদাম থেকে চুরি হওয়া ৫১টি কাপড়ের রোল উদ্ধার করা হয়।

ডিবি সূত্র জানায়, ৬ জুন বিকেলে হালিশহর বড়পোল এলাকার একটি গ্যারেজে চট্টগ্রাম মেট্টো-ট ১১-৭২৮১ নম্বর কাভার্ডভ্যানটি রাখা হয়। এতে ২২০টি কাপড়ের রোল ছিল। ঈদ-উল-আজহা উপলক্ষে গাড়িচালক বাসায় চলে যান। ৮ জুন ফিরে এসে তিনি গাড়ির পেছনের দরজার তালা ভাঙা দেখতে পান। মালিকপক্ষ এসে রোলগুলো গুনে দেখতে পায় ৫১টি রোল নিখোঁজ।

এরপর তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে চক্রের অবস্থান শনাক্ত করে ডিবি। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক একটি চোরচক্রের সক্রিয় সদস্য। আমদানিকৃত মালামাল পরিবহনের সময় সুযোগ বুঝে চালান থেকে পণ্য চুরি করে বিভিন্ন গুদামে মজুদ রেখে অসাধু ব্যবসায়ীদের কাছে বিক্রি করে।চুরি হওয়া কাপড়ের রোলগুলোর আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৬৫ হাজার টাকা।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ