
জমে উঠেছে হবিগঞ্জ ৪ আসনে নৌকার মাহবুব আলী ও সতন্ত্র প্রার্থী ইগল মার্কার ব্যারিষ্টার সুমনের নির্বাচনী লড়াই
মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষে এ আসনে স্বতন্ত্র ও বিভিন্ন রাজনৈতিক দলের আটজন প্রার্থী আছেন এর আগে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জামাল হোসেনের প্রার্থিতা বাতিল হয় এবং জাকের পার্টির সৈয়দ আবুল খায়ের প্রার্থিতা প্রত্যাহার করেন।
মাধবপুর চুনারঘাট উপজেলার সংসদীয় আসন ২৪২ নিয়ে গঠিত এই নির্বাচনী এলাকার ভোটার সংখ্যা প্রায় পাঁচ লাখ।
চা বাগান অধ্যুষিত এই আসনকে আওয়ামী লীগের আসন হিসেবে ধরা হয়। স্বাধীনতার পরে গত ১১ টি সংসদ নির্বাচনে আট বারই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন দ্বাদশ সংসদ নির্বাচনে এই আসনে বর্তমান সংসদ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিমান ও পর্যটক প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী (নৌকা) স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় যুবলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদ ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন (ঈগল) জাতীয় পার্টির দলীয় প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী (লাঙ্গল) বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ আল আমিন (ডাব) ইসলামী ঐক্য জোট বাংলাদেশ আবু সালেহ (মিনার) বিএনএম মোখলেসুর রহমান সেলিম (নোঙ্গর) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মোহাম্মদ আব্দুল মমিন (চেয়ার) ও বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজুটের মোঃ রাশেদুল ইসলাম (খোকন (ছড়ি)পথিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বর্তমান কাগজে-কলমে আটজন প্রার্থী থাকলেও বেশিরভাগ প্রার্থী নেই ভোটারদের সাথে তাদের কোন যোগাযোগ নেই সাধারণ ভোটাররা বেশিরভাগ প্রার্থীকেই চিনেন না তেলিয়াপাড়া বাজারে ব্যবসায়ী এরশাদ আলী বলেন নৌকার প্রার্থীর সাথে বেস্ট অফ সাইদুল হক সুমন এর প্রতিদ্বন্দ্বিতা হবে অন্য ৬ জন প্রার্থীকে চিনেনা ডেকোরেটার্স ব্যবসায়ী মিলন মিয়া বলেন নৌকা ও ঈগলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে প্রচার প্রচারণায় দুজনেই সমান সমান।
দীর্ঘদিন মাটে থাকা ব্যারিষ্টার সুমনের সাথে রয়েছে তরুন প্রজন্মের অধিকাংশ ভোটার ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর বিশাল একটি অংশ, সাবেক প্রতিমন্ত্রী থাকার সুবাদে মাহবুব আলীও সুবিধাজনক অবস্থায় রয়েছেছেন, এখানে এই দুজনের মধ্যে লড়াই হবে হাড্ডাহাড্ডি, যেই জিতুক না কেন কিন্তু ভোটের ব্যাবধান তেমন একটা বেশি হবে না বলে জানা যায়।
