আজঃ মঙ্গলবার ২৪ জুন, ২০২৫

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রের ১৩৫৯কক্ষে ভোট গ্রহণ করা হবে

মশিউর রহমান রাসেল , ঝালকাঠি :

ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রের ১৩৫৯কক্ষে ভোট গ্রহণ করা হবে

ঝালকাঠি প্রতিনিধিঃ- ঝালকাঠিতে ২৩৭ কেন্দ্রের ১৩৫৯কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে। এরমধ্যে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে ১৪৭টি ও ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) আসনে ৯০টি কেন্দ্র রয়েছে। এ জেলায় মোট ভোটার ৫লাখ ৫৪হাজার ১৬৪জন। জেলা নির্বাচন অফিস সুত্রে এতথ্য জানাগেছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. আ. সালেক জানান, ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ২টি পৌরসভা ও ৩২ টি ইউনিয়ন নিয়ে দুটি আসন গঠিত। ঝালকাঠি-১(রাজাপুর-কাঠালিয়া) আসনে দুটি উপজেলায় ১২টি ইউনিয়ন রয়েছে। এখানে ৯০টি ভোট কেন্দ্রের মধ্যে রাজাপুরে ৫০টি ও কাঠালিয়ায় ৪০টি কেন্দ্র। রাজাপুর উপজেলায় ২৮২টি কক্ষের ২৪৬টি স্থায়ী ও ৩৬টি অস্থায়ী ভোট কক্ষ এবং কাঠালিয়া উপজেলায় ২৫০টি ভোট কক্ষের ১৯৫টি স্থায়ী ও ৫৫টি অস্থায়ী ভোট কক্ষ থাকবে। এ আসনে মোট ভোটার ২লাখ ১২হাজার ৮জন। এরমধ্যে পুরুষ ১লাখ ৭হাজার ৮৬০জন, মহিলা ১লাখ ৪হাজার ১৪৫জন ও হিজড়া ৩জন ভোটার রয়েছেন।
ঝালকাঠি-২(সদর-নলছিটি) আসনে দুটি উপজেলায় দুটি পৌরসভা ও ২০টি ইউনিয়ন রয়েছে। এদুটি উপজেলার সদর উপজেলায় ৭৭টি ও নলছিটি উপজেলায় ৭০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। সদর উপজেলায় ৪৩১টির মধ্যে ৪১১টি স্থায়ী ও ২০অস্থায়ী ভোটকক্ষ থাকবে। নলছিটি উপজেলায় ৩৯৬ ভোট কক্ষের ৩৩৫টি স্থায়ী ও ৬১টি অস্থায়ী ভোট কক্ষ থাকবে। এ আসনে মোট ভোটার ৩লাখ ৪২হাজার ১৫৬জন। এরমধ্যে পুরুষ ১লাখ ৭৩হাজার ৯শত, মহিলা ১লাখ ৬৮হাজার ২৫৪ ও হিজড়া ২জন ভোটার রয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চান্দগাঁও এক কিলোমিটারে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টা, গ্রেপ্তার – ২

চট্টগ্রাম ব্যুরো: নগরের চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময়ে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৩ জুন) বিকেলে ৫টার দিকে নুরনগর হাউজিং

সোসাইটির মাঠ থেকে তাদের গ্রেপ্তার করে নগরের চান্দগাঁও থানা ও কর্ণফুলী থানা পুলিশের যৌথ টিম। গ্রেপ্তাররা হলেন, লোহাগাড়া উপজেলার মাতাব্বর পাড়ার মৃত হাফিজ আহমদের ছেলে হানিফ (৩২) এবং তার সহযোগী বোয়ালখালী উপজেলার চলনদ্বীপ থানার নিজাম উদ্দিনের ছেলে সাজ্জাদ হোসেন (৩০)।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, সোমবার বিকেলে পাঁচটার দিকে নুরনগর হাউজিং সোসাইটির মাঠ থেকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলের সংগঠক হানিফ ও তার সহযোগী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নেত্রকোনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার।

নেত্রকোনার বিএনপি দলীয় জেলা কার্যালয় ভাংচুর ও নাশকতা মামলায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে আটক করেছে পুলিশ।

তাকে আদালতে প্রেরণের কথা জানিয়েছে পুলিশ। এরআগে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে দ্বায়িত্বরত ছিলেন। বর্তমানে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাসেল তা অমান্য করে রাজনৈতিক কার্যক্রম দেদারসে চালিয়ে আসছিল। তাছাড়া ২০ জুন (শুক্রবার) সকালে আওয়ামীলীগের মিছিলে সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল সরাসরি জড়িত ছিল বলেও জানায় পুলিশ।

এব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি কার্যালয় ভাংচুর ও নাশকতার ঘটনায় পরবর্তীতে দায়ের করা মামলায় আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। বাকি আসামিদের গ্রেফতার প্রক্রিয়া দিন আছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ