আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

শীতে কাপছে মাধবপুর।। শীতার্তদের মাঝে কম্বল বিতরন

শ্রীবাস সরকার, মাধবপুর প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুরে ঘন কুয়াশা আর মৃদু বাতাসে কাপছে জনজীবন। এরই মাঝে দুস্থ ও অসহায় শীতার্তদের পাশে দাঁড়িয়েছে করড়া সমাজ কল্যান সংগঠন।

সোমবার ১৫ জানুয়ারি নোয়াপাড়া ইউনিয়নের করড়া সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে এক মহাসমারোহের মধ্য দিয়ে বিভিন্ন গ্রামের ১৫০ জন দু:স্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে ।

করড়া সমাজকল্যাণ সংগঠন কার্যালয় সামনে দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কামরুল হাসান চৌধুরী কাজল সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি মো: কামাল হোসাইন।

উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তফা সোহেল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – নোয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল হোসেন জিতু, ৮ নং ওয়ার্ড মেম্বার কসরু মিয়া, করড়া জামে মসজিদ সভাপতি বাবুল চৌধুরী সহ অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিগন।

করড়া সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি কামরুল হাসান চৌধুরী বলেন, করড়া, মাদারগড়া,বেঙ্গাডোবা,রতনপুর, ইটাখোলা, মোড়াপাড়া গ্রামের অসহায় ১৫০ জন নারী পুরুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের সেক্রেটারি কামাল হোসাইন বলেন – ২০২০ সাল থেকে করড়া সমাজকল্যান সংগঠনের উদ্যোগে আমরা প্রতিবছর শীতার্তদের মাঝে কম্বল বিতরন করে থাকি । ভবিষ্যতে সরকারের সহযোগিতা পেলে আমরা মানব সেবায় আরও এগিয়ে যাব।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নাসিবের সংস্কার কমিটি গঠন, আহবায়ক মির্জা মাসুদ

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মির্জা মাসুদুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ৬ মার্চ নতুন কমিটির অনুমোদনপত্রে  স্বাক্ষর করেছেন নাসিবের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রিফাত খান। নাসিবকে পুনর্গঠনের অংশ হিসাবে এ সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে। 

সাত সদস্যের সংস্কার কমিটির অন্য সদস্যরা হলেন, কে এম জহির ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. রুস্তম আলী, এএসএম আবদুল গাফ্ফার মিয়াজী, খলিলুজ জামান এবং কে এম তৌহিদুল ইসলাম বাবু।

নতুন কমিটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এ শিল্পের উন্নয়নে নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আমরা তোমাকে ভুলবো না আছিয়া।

আমি যখন সংবাদে জানতে পারলাম, আছিয়া মারা গেছে। ঠিক তখনই দুমড়ে, মুচড়ে গেলাম আমি । একদম কাচের মতো টুকরো, টুকরো হয়ে গেলাম। জীবনের সাথে যুদ্ধ করে আর ঠিকে থাকা হলো না ছোট আছিয়ার। কি কারণে আমরা আজ আছিয়া কে হারালাম??? কি অন্যায়?? কি দোষ??? কি ত্রুটি ছিলো ৩য় শ্রেণীতে পড়া ছোট এই আছিয়ার??? একটাও প্রশ্নের উত্তর আমি খুজে পেলাম না। কেন

আমরা এই ছোট আছিয়ার নিরাপত্তা দিতে পারিনি??? হিংস্র কিছু মানুষ রুপী পশুর নির্মম নির্যাতনের শিকার হলো আমাদের ছোট আছিয়া। যে আছিয়া স্কুলে
যাওয়ার কথা, হেসে খেলে মুক্ত বাতাসে তার এলোমেলো চুল উড়ানোর কথা, সেই আছিয়ার কেন এই নিষ্ঠুর পরিনতি??

আমরা কি পারবো, দ্রুত সময়ের মধ্যে, আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে ?? ৩য় শ্রেণির ছাত্রী ছিলো আমাদের আছিয়া। আমরা তোমায় ভুলবো না আছিয়া। আকাশে জ্বলজ্বল করে উজ্জ্বল নক্ষত্রের মতো আমাদের হৃদয়ে চীর স্মরণীয় হয়ে থাকবে আমাদের আছিয়া।

আমরা আর কোন আছিয়াকে হারাতে দেব না। আমাদের সমাজের এই ছোট সোনামনিদের, নিরাপত্তার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ