আজঃ শুক্রবার ১১ জুলাই, ২০২৫

আসছে উপজেলা নির্বাচন, সন্দ্বীপ উপজেলায় আলোচনায় যারা

পুষ্পেন্দু মজুমদার সন্দ্বীপ

চলতি মাসের শেষে তফসিল আর মার্চ মাসে প্রথম ধাপে নির্বাচন হচ্ছে এমন ঘোষণায় তৎপরতা চালাচ্ছেন সন্দ্বীপ উপজেলার সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা। সন্দ্বীপ উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা-পর্যালোচনা। তবে এবার আওয়ামী লীগের দলীয় প্রতীক থাকছে না উপজেলা পরিষদ নির্বাচনে।
ইতোমধ্যেই চেয়ারম্যান পদে অন্তত ১২ জন সম্ভাব্য প্রার্থীর নাম মুখেমুখে শোনা যাচ্ছে। আবার অনেকেই প্রার্থী হওয়ার কথা ঘোষণা দিয়ে মাঠ পর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক তুলে নেয়ায় চেয়ারম্যান পদে প্রার্থীর সংখ্যা আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সন্দ্বীপে আওয়ামী লীগ ছাড়া এখন পর্যন্ত বিএনপি, জাতীয় পার্টি বা জায়ামাত সমর্থিত অন্য কোনো প্রার্থীর নাম শোনা যাচ্ছে না। উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হতে সম্ভাব্য তালিকায় যাদের নাম শুনা যাচ্ছে তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তারা হলেন- উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাইনউদ্দীন মিশন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নেসা চৌধুরী জেসি, সন্দ্বীপ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফোরকান উদ্দিন আহম্মেদ, সন্দ্বীপ পৌরসভার সাবেক মেয়র জাফর উল্ল্যাহ টিটু, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি ১৫ নং মাইটভাংগা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, সন্দ্বীপ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মুহাম্মদ ছিদ্দিকুর রহমান সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সাহেদ সারোয়ার শামীম, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ১৭ নং মগধরা ইউপি চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের কার্যকারি কমিটির সদস্য যুক্তরাষ্ট্রের ব্রকলিন আ.লীগের সভাপতি নুরুল ইসলাম নজরুল, সন্দ্বীপ উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান বর্ষিয়ান রাজনৈতিবিদ মাস্টার শাহাজাহান বিএ এর ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য নাদিম শাহ আলমগীর, বৃহত্তর ১১ নং মুছাপুর ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম, গতবছর ২৩ জানুয়ারি সন্দ্বীপ উপজেলা পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান মাস্টার শাহাজাহান বিএ মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদটি শুন্য হয়। একই বছরের ৯ এপ্রিল নির্বাচন কমিশন সন্দ্বীপ উপজেলা পরিষদের তফসিল ঘোষণা করে ২৫ মে নির্বাচন হয়। তখন চেয়ারম্যান পদে ১৮ জন আওয়ামী লীগের মনোনয়ন চান, সে সময় ভাইস চেয়ারম্যান মাইনউদ্দীন মিশন কে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হয়। এবার আর থাকছে না দলীয় প্রতীক উনুক্ত থাকলে বাড়তে পারে প্রার্থীর সংখ্যা।

এদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে আলোচনায় আছেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাবেক ছাত্রনেতা দেলোয়ার হোসেন সন্দ্বীপি, বর্তমান ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, গতবার সামান্য ভোটে হেরে যাওয়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম জিল্লু, সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক প্রনব মজুমদার, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান সুমন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে তেমন কার ও নাম না শুনা গেলে ও লোকে মুখে প্রার্থী হতে পারেন বলে আলোচনা আছেন উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক লুৎফর নেছা ও নারী নেত্রী ও উদ্যেক্তা সালেহা রুপসা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে একটানা বর্ষণে ডুবে গেছে সড়ক: কর্মজীবী-শিক্ষার্থীদের ভোগান্তি

মৌসুমি বায়ু ও লঘুচাপের প্রভাবে চট্টগ্রামে রাতভর বর্ষণের পর বুধবার সারাদিন বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। যার ফলে কয়েকটি স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে গন্তব্যে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে কর্মজীবী এবং শিক্ষার্থীদের।

বৃষ্টির পরিমাণ আরও বেড়ে পাহাড় ধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদফতর। ভোর থেকে কখনো অঝোর ধারায়, আবার কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে চট্টগ্রাম নগরীসহ আশপাশের এলাকায়। এতে নগরীর কয়েকটি এলাকায় পানি জমে সড়ক ডুবে গেছে। বেলা ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১৫৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিসে। এরমধ্যে সকাল ৯টা থেকে বেলা ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় বৃষ্টি হয়েছে ৭০ দশমিক ৬ মিলিমিটার।এর আগে মঙ্গলবার সকাল থেকেই মূলত চট্টগ্রামে বৃষ্টিপাত শুরু হয়েছে। রাতে বৃষ্টির পরিমাণ বেড়েছিল। বুধবার সারাদিনও অব্যহত রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, নগরীর জিইসি মোড়, চকবাজার, কাতালগঞ্জ, কাপাসগোলা, বাদুরতলা, বহদ্দারহাট, আগ্রাবাদ এলাকায় কোথাও কোথাও সড়ক ও অলিগলির রাস্তা পানিতে ডুবে গেছে। তবে কোথাও আগের মতো হাঁটু কিংবা কোমরসমান পানি জমে থাকার অবস্থা সৃষ্টি হয়নি। এরপরও বৃষ্টির মধ্যে সকালে কর্মস্থল ও স্কুল-কলেজে যাবার জন্য বের হয়ে অনেককেই ভোগান্তিতে পড়তে হয়েছে।

বিশেষ করে বৃষ্টির কারণে সকালে গণপরিবহন কম থাকায় ভোগান্তি বেশি হয়েছে।পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম বলেন, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে। এটা অন্ত:ত আরও এক-দুইদিন অব্যাহত থাকবে। এদিকে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে চট্টগ্রামসহ দেশের সমদ্র্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। চট্টগ্রাম বিভাগে বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা আছে। এছাড়া চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরের জলাবদ্ধতার আশঙ্কা করা হচ্ছে। মুরাদপুরের এক দোকানি বলেন, প্রতি বর্ষায় মার্কেটের নিচতলায় পানি উঠে। আজকেও সকাল থেকে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। এখন পানি উঠে গেছে।

এদিকে নগরীর তিন পোলের মাথা এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রায় হাঁটু সমান পানি ডিঙিয়ে সেখানে চলাচল করছিল রিকশাসহ সব ধরনের যানবাহন। নগরীর তিন পোলের মাথা এলাকায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। প্রায় হাঁটু সমান পানি ডিঙিয়ে সেখানে চলাচল করছিল রিকশাসহ সব ধরনের যানবাহন।

চকবাজার কে বি আমান আলী সড়কের বাসিন্দা মোহাম্মদ রফিক বলেন, সকালে বাসা থেকে বেরিয়ে দেখি রাস্তায় পানি জমে আছে। ভিজে ভিজে পানির ভিতর হেঁটে কাজে এসেছি। সকালের দিকে ভারি বৃষ্টির কারণে সড়কে যানবাহনের পরিমাণ ছিল কম। তবে বেলা বাড়ার সাথে যানবাহন বাড়তে শুরু করে।

চট্টগ্রামে খাবারে ‘তেলাপোকা’ জরিমানা গুনল ৩ হোটেল

চট্টগ্রাম মহানগরীতে পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করায় তিনটি হোটেলকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর।
এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় দুটি ফার্মেসিকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার নগরীর নিউমার্কেট ও স্টেশন রোড এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। অভিযানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক রানা দেবনাথ, মো. আনিছুর রহমান ও মাহমুদা আক্তার ও পুলিশের সদস্যরা।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, পঁচা ডিম দিয়ে খাবার প্রস্তুত ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরির জন্য গুলিস্তান হোটেলকে ১০ হাজার টাকা, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি এবং খাদ্যদ্রব্যের মধ্যে হাজার হাজার তেলাপোকার বিচরণ থাকায় আজাদী হোটেল এন্ড বিরিয়ানি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা ও শিল্প লবণ ব্যবহার করে খাদ্যদ্রব্য রান্না করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে রান্না করায় গণি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করায় কাদের ফার্মেসিকে ২ হাজার টাকা, মূল্য কেটে অধিক মূল্যে ওষুধ বিক্রি করায় শফি ইনানী ফার্মেসিকে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ