আজঃ শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫

মনিপুরি ভাষা প্রশিক্ষণে পুরস্কার বিতরণ ও মোড়ক উন্মোচন।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার হকতিয়ারখোলা মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ ও কাইয়পনপাইবম বৃন্দা রচিত কাব্যগ্রন্থ “অবিশ্রান্ত পৃথিবী”র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় হকতিয়ারখোলা গ্রামে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা জয়নাল আবেদীন।

অবসরপ্রাপ্ত শিক্ষক পরিমল সিংহ এর সভাপতিত্বে ও শিক্ষক কনথৌজম শিল্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান বিলকিস বেগম, চাওবা মেমোরিয়াল মণিপুরি ইন্টেলেকচুয়াল প্রোপ্রার্টি মিউজিয়ামের প্রতিষ্ঠাতা ও পরিচালক হামোম তনুবাবু, মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বৃন্দা রানী সিনহা।

আলোচনায় অংশ নেন মণিপুরি সাহিত্য সংসদ, সিলেট এর সহ-সভাপতি প্রশান্ত কুমার সিংহ, সাধারণ সম্পাদক নামব্রম শংকর, কবি সনাতন হামোম, মণিপুরি কালচারাল কমপ্লেক্সের সভাপতি এল জয়ন্ত সিংহ, প্রধান শিক্ষক শান্ত কুমার সিংহ, শিক্ষক ও কবি সাজ্জাদুল হক স্বপন প্রমুখ।

সভায় বক্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মণিপুরি ভাষার মতো সুপ্রাচীন ঐতিহ্যের একটি উন্নত ভাষাকে দ্রুত সাংবিধানিক এবং প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়া প্রয়োজন বলে মন্তব্য করেন এবং দ্রুততম সময়ের মধ্যে নিজস্ব লিপিতে লেখা মণিপুরি ভাষায় প্রাথমিক পর্যায়ে শিশুদের শিক্ষাদানের কার্যক্রম শুরু করার আহ্বান জানানো হয়।

এছাড়া অনেক ক্ষেত্রে মণিপুরি ভাষা ভিন্ন নাম-পরিচয়ে উপস্থাপিত হচ্ছে উল্লেখ করে বক্তারা সরকারি-বেসরকারি সকল পর্যায়েই মণিপুরি ভাষাকে তার প্রকৃত পরিচয়ে উপস্থাপনের আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে কমলগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা জয়নাল আবেদীন মণিপুরি নিজস্ব ভাষা সংরক্ষণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

আলোচনা সভা শেষে মণিপুরি ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীদের বার্ষিক মূল্যায়নের পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা

নেত্রকোনার আটপাড়ার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা বান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা,০৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে তিনি বিদ্যালয়ে পরিদর্শন করেন, এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)

নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা যুব
উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, নাজিরগঞ্জ
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
নাজমুল করিম হীরা, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিনের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ ও ৩১ দফা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সভাপতি জেবিএস আনন্দবোধি ভিক্ষুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক মিটন রবি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।প্রধান বক্তা ছিলেন অর্জুন কুমার নাথ। বক্তব্য রাখেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রশান্ত কুমার পান্ডে, সাব্বির আহমেদ, অলক সেন, রনি কান্তি দাশ, অরুপ দাশ, রতন কুমার মালি, রিপন কুমার শীল, লিটন দাশ, বিশ্বনাথ প্রতাপ শীল, রানা চৌধুরী, রুবেল ধর, আকবর শাহ থানা ছাত্রদলের নেতা ফাহিম আশরাফ, মোঃ সাইদ, আসিফুল করিম, আবু সাঈদ, মোঃ রাজু প্রমুখ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ