
মহাত্ম ডাঃ স্যামূয়েল হ্যানিম্যানের জন্ম,
যদি না হতো পশ্চিম জার্মানিতে।
কদাপিও হোমিও চিকিৎসা বিজ্ঞানের,
আবিস্কার হতোনা এই পৃথিবীতে।
তিনি হোমিও জগতে রেখে গেছেন,
অবনবদ্য ও অবিস্মরণীয় অবদান।
হোমিও চিকিৎসা বিজ্ঞানের জনক,
মহাত্মা ডাঃ স্যামূয়েল হ্যানিম্যান।
এলোপ্যাথিক ডাক্তার হিসেবে ছিল,
তাঁহার অনেক সুযশ ও সুখ্যাতি।
রোগীর চিকিৎসা সেবায় দেখলেন,
এলোপ্যাথিক চিকিৎসা পদ্ধতি।
তথা সমগ্র মানব জাতির জীবনে,
বয়ে আনছে অপূরনীয় ক্ষতি।
তা-ই তিনি সুচিন্তিত ভাবে করেন,
হোমিও চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার।
সমগ্র মানবজাতি কিভাবে আরোগ্য হবে,
সেই চিন্তা ও চেতনা ছিল তাঁহার।
তিনি আজ কায়িক না-ই বা রইলেন,
মরণশীল এই পার্থিব জগতে।
অদ্যাবধি সর্ব জীবের রোগারোগ্য হচ্ছে
হোমিও চিকিৎসা বিজ্ঞান পদ্ধতিতে।
হেমিও চিকিৎসা বিজ্ঞান উন্নতি কল্পে,
আজীবন করে গেলেন কঠোর সাধনা।
আমার সুদৃঢ় ধারণা, মানুষ কদাপি
হোমিও বিজ্ঞানের করবেনা অবমাননা।
যতদিন খরস্রোতা নদ নদী গুলো,
অবনিতে রহিবে প্রবহমান।
ততদিন মরেও অমর রবে,
মহাত্মা ডাক্তার স্যামূয়েল হ্যানিম্যান।