আজঃ বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

মৌলভীবাজারে “বাংলা ইশারা ভাষা” দিবসে র‌্যালি ও আলোচনা সভা।

তিমির বনিক মৌলভীবাজার:

মৌলভীবাজার:

“বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মৌলভীবাজার জেলায় পালিত হলো বাংলা ইশারা ভাষা দিবস।

বুধবার (৭ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে মৌলভীবাজার জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম ।

এদিকে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং ডা. সঞ্জীব মৈতি এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক খন্দকার মাহবুবুর রহমান, জেলা প্রতিবন্দী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল, জেলা ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারি পরিচালক শফিকুর রহমান জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন।

আলোচনা সভা শেষে বুদ্ধি প্রতিবন্ধী ক্ষুদে শিল্পীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব সহ দুই শিক্ষককে অব্যাহতি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপার ও পর্যবেক্ষক শিক্ষককে অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

বুধবার (২৩-এপ্রিল) এসএসসি পরীক্ষার ভোকেশনাল আই সি টি পরিক্ষা চলাকালে অনিয়মের ঘটনায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম, ওই কেন্দ্রের হল সুপার হুমায়ুন কবির ও গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ও এসএসসি পরীক্ষায় পর্যবেক্ষক

কামরুল ইসলামকে অনিয়মের ঘটনায় ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, বোর্ডের আইসিটি পরিক্ষা চলাকালীন সময়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন আইসিটি বিভাগের শিক্ষক। তার অনিয়ম ধরা পড়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরোজমিনে শনাক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।ওই কেন্দ্রে নতুন কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন খালপাড় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও হল সুপারের

দায়িত্ব পেলেন আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাঈম ও গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব, হল সুপার, একজন পর্যবেক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে সূর্যগিরি আশ্রমের শোক প্রকাশ।

খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মানবতাবাদী মহাজ্ঞানী ব্যক্তিত্ব ক্যাথলিক ধর্মগুলো পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে ফটিকছড়ি হাইদচকিয়ার সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য, অর্চ্চনা রানী আচার্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর কান্তি দাশ, সমীর পাল, অভিবসু মল্লিক গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক শোক প্রকাশ করেন। পৃথিবীর সকল

মানুষের শান্তি ও কল্যাণ কামনায় এই মানবতাবাদী মহাপুরুষ সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তার মহাপ্রয়াণে বিশ্ব একজন উদার অসম্প্রদায়িক মানবতাবাদী ধর্মগুলোকে হারিয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে সূর্যগিরি আশ্রমের সকল সদস্যদের পক্ষ থেকে তার আত্মার সৎগতি কামনা করেছেন। আমরা পৃথিবীর সকল মানুষের কাছে কাদে কাদ মিলিয়ে সৃষ্টিকর্তার কাছে সকলের কল্যাণ কামনা করছি।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ