আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

প্রবাসীদের কল্যাণে আইনী সেবা দিয়ে অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন ব্যারিস্টার মনোয়ার

ডেস্ক নিউজ:

লন্ডনে নাগরিক সংবর্ধনায় বক্তারা

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সম্প্রতি “বছরের সেরা প্রবাসী পেশাজীবী” অ্যাওয়ার্ড প্রাপ্তি এবং সফল আইনজীবী হিসেবে “গ্লোবাল বাংলাদেশী বিজনেস আইকন” মনোনীত হওয়ায় যুক্তরাজ্যের প্রখ্যাত বৃটিশ-বাংলাদেশী আইনজীবী ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক ও বাংলাদেশ ও যুক্তরাজের কমিউনিটি সেবায় নিবেদিতপ্রাণ বিশিষ্ট ব্যক্তিত্ব, ব্যারিস্টার মনোয়ার হোসেনকে গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে গত শুক্রবার সন্ধায় লন্ডনের চট্টগ্রাম সেন্টারে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে বক্তারা, ব্যারিস্টার মনোয়ারের পেশাগত জীবনে স্বচ্ছতা, সততার পাশাপাশি তাঁর মানবিক এবং রাজনৈতিক অঙ্গনে বলিষ্ঠ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বলেন, তিনি হাজার হাজার বাংলাদেশি পরিবারকে যুক্তরাজ্যে স্থায়ী হতে অক্লান্তভাবে দুই যুগ ধরে সাহায্য করেছেন। এজন্যেই তাঁর ভূমিকা অনুসরণীয়।

এসোসিয়েশনের কার্যকরী কমিটির সভাপতি আকতার আলমের সভাপতিত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এসাসিয়েশনের সাধারণ সম্পাদক ওসমান মাহমুদ ফয়সাল ও সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম। এতে বক্তব্য রাখেন কাউন্সিল সাইদ ফিরোজ গণি, শওকত মাহমুদ টিপু, মোহাম্মদ ইসহাক চৌধুরী, ব্যারিস্টার চৌধুরী জিন্নাত আলী, ব্যারিস্টার তারেক চৌধুরী, ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী, আলমগীর খান, মোহাম্মদ আলী রেজা, অনুপম সাহা, মনির মাহমুদ, মোহাম্মদ মাসুদ, সুজন বড়ুয়া, নুরুন্নবী আলী, শওকত ওসমান, শেখ নিজাম, সেলিম হোসেন, মাসুদুর রহমান, লুৎফুন নাহার লীনা, লুনা তানজিনা, শাহনাজ ইবা, শেখ নাছের, ইব্রাহিম জাহান, জার মিনা চৌধুরী জেস ও সেলিম চৌধুরী প্রমুখ।

সংবর্ধিত অতিথি ব্যারিস্টার মনোয়ার হোসেন বলেন, “আজকে যে আপনারা আমাকে সংবর্ধিত করেছেন। আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদেরকে সংবর্ধিত করছি। আপনারা আমার মন থেকে যে অবস্থানে আছেন সে অবস্থান আরো সুদৃঢ় হয়েছে। আর আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে আজীবন মানুষের কল্যানেই কাজ করে যাব।”

বক্তারা বলেন, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব চট্টগ্রাম তথা বাংলাদেশের কৃতি সন্তান খ্যাতনামা আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেনের নানান কর্মকাণ্ড ও সফলতায় তাঁকে বাংলাদেশে রাস্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা উচিত। চট্টগ্রামের দৃশ্যমান উন্নয়নে ব্যারিস্টার মনোয়ার হোসেনের নাম জড়িয়ে আছে। তার সাহসী নেতৃত্বে আন্দোলনের ফলে বদলে যেতে শুরু করে চট্টগ্রামের দৃশ্যপট। ১৯৮৭ সাল থেকে চট্টগ্রাম উন্নয়নে ব্যারিস্টার মনোয়ারের ভূমিকার স্বীকৃতি স্বরুপ সভায় সর্ব সম্মতিক্রমে “চট্টগ্রাম উন্নয়নের বরপুত্র” হিসেবে উপাধি দেয়া হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

বাংলাদেশকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়ে যা জানিয়েছে আইসিসি।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশের নাম কাটল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের পরিবর্তে জায়গা দেয়া হয়েছে স্কটল্যান্ডকে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও জানিয়েছে আইসিসি। সংস্থাটির সূত্রের বরাত দিয়ে এই তথ্য দিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই। আইসিসির একটি সূত্র পিটিআইকে জানায়, ‘গতকাল (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে একটি ই-মেইল পাঠানো হয়েছে। সেখানে জানানো হয়, (বাংলাদেশ) ভারতের আসবে কি না সে সিদ্ধান্ত জানাতে যে ২৪ ঘণ্টার যে সময়সীমা আইসিসি দিয়েছিল তার মধ্যে বিসিবি আনুষ্ঠানিকভাবে কোনো উত্তর দেয়নি।

আলোচিত খবর

আরও পড়ুন

সর্বশেষ