
পরিবহন সেক্টরে দুরবস্থা দূরীকরণ ও টার্মিনাল করার দাবিতে পণ্য পরিবহণ মালিক-শ্রমিক সমাবেশ ১৪ ফেব্রæয়ারি বুধবার সন্ধ্যায় চট্টগ্রামের প্রবেশদ্বার সিটি গেইটে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম প্রাইম মুভার শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সেলিম খানের সভাপতিত্বে ও হালকা মোটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে মালিক-শ্রমিকদের প¶ থেকে সংবর্ধনা দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মোঃ ইউসুফ কোম্পানি, রাঙ্গামাটি ট্রাক মালিক গ্রæপর সাধারণ সম্পাদক সেকান্দার হোসেন চৌধুরী, পণ্য পরিবহন মালিক গ্রæপর সাধারণ সম্পাদক কে.এম মহিউদ্দিন, অর্থ সম্পাদক মোঃ হোসেন তালুকদার, চট্টগ্রাম জেলা মালিক ও শ্রমিক সমবায় সমিতির সভাপতি মোঃ আব্দুস সালাম, আন্তঃজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াস, সদস্য খলিলুর রহমান, মোঃ হাসান মাহমুদ, গিয়াস উদ্দিন তুহিন, মোঃ সমু, মোহাম্মদ জাফর, মোহাম্মদ মনির, এসএম সেলিম ও পেয়ারুল ইসলাম প্রমূখ।
শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নবনির্বাচিত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট পরিবহণ ব্যবস্থা চালু করতে হবে। চট্টগ্রামের পরিবহন সেক্টরে দুরবস্থা দূরীকরণ ও পণ্য পরিবহণ টার্মিনাল করার দাবি জানান তিনি।