এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

রাণীশংকৈলে ষড়জ শিল্পী গোষ্ঠীর বসন্ত উৎসব পালিত

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
“ফাগুন রাঙাই উৎসবের রঙে
অহিংসা আর প্রেমের সংগীতে” এই প্রতিপাদ্যকে ধারণ করে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে ৪ ফাল্গুন বাঃ ১৭ফেব্রুয়ারি শনিবার রাত ৮ টায় রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মঞ্চে বসন্ত উৎসব পালন করেন ষড়জ শিল্পীগোষ্ঠী।

ষড়জ শিল্পীগোষ্টির সভাপতি রেজাউল ইসলাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ইয়াসিন আলী সাবেক জাতীয় সংসদ সদস্য ঠাকুরগাঁও ৩,অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান, মেয়র মোস্তাফিজুর রহমান রাণীশংকৈল পৌর সভা, সইদুল হক সাবেক অধ্যক্ষ ও উপজেলা আঃলীগ সভাপতি, সেতারা বেগম সভাপতি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও, বীর মুক্তিযোদ্ধা
হাবিবুর রহমান, আবু তাহের যুগ্ন আহবায়ক জাতীয় পার্টি রাণীশংকৈল উপজেলা,রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম,মোবারক আলী ষড়জ শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক শোলীমোল্লা, সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ষড়জ শিল্পী গোষ্ঠীর নিজস্ব শিল্পীদের নিয়ে বসন্তের উপরে নিত্য ও বসন্তের গান পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দিলারা বেগম ও ফেরদোস বাহার।

চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ কনটেইনার স্থাপনা নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়ার প্রতিবাদে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল ও সাবেক সিবিএ। ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের সমস্ত অপারেশনাল কার্যক্রম বন্ধ রেখে সর্বাত্মক ধর্মঘট পালনের ডাক দেওয়া হয়েছে। একইভাবে পরদিন রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে সব ধরনের প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখে ধর্মঘট পালনের আহ্বান জানানো হয়েছে। রোববার বিকেল ৫টায় আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানা গেছে। 










