আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টে চট্টগ্রাম জেলা টিম চ্যাম্পিয়ন

ডেস্ক নিউজ:

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চট্টগ্রাম জেলা টিম। আজ ২০ ফেব্রæয়ারি মঙ্গলবার বিকেল ৩টায় চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর সাগরিকাস্থ বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম জেলা টিম ২৬ -২২ পয়েন্টে চট্টগ্রাম রেঞ্জ টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদর মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম’র সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএসআরএম-এর পরিচালক (বিক্রয় ও বিপণন) মোহাম্মদ জসিম উদ্দিন। তীব্র প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে অভিনন্দন জানান ডিআইজি।
খেলা শুরুর পূর্বে বরেণ্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সঙ্গীত ও নৃত্য পরিবেশন ও বিকেএসপি’র প্রশি¶ণার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ‘ডিসপ্লে’ প্রদর্শিত হয়।
টুর্নামেন্ট উৎসবমুখর ও প্রাণবন্ত করতে সহযোগিতা করায় কেএসআরএম ও বিকেএসপিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডিআইজি নুরেআলম মিনা বিপিএম (বার), পিপিএম। দুপুর ১১টায় গ্রæপ পর্বের শেষ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কুমিল্লা ৩৫-২২ পয়েন্টে ব্রাহ্মণবাড়িয়াকে পরাজিত করে। গ্রæপ পর্বের সর্বশেষ এ খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ‘দৈনিক আজাদী’ পত্রিকার সম্পাদক এম এ মালেক।
উল্লেখ্য, গত ১৮ ফেব্রæয়ারি রোববার পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম’র উদ্যোগে ও কেএসআরএম’র পৃষ্ঠপোষকতায় বিপুল উৎসাহ উদ্দীপনায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়।
টুর্নামেন্টে চট্টগ্রাম রেঞ্জাধীন ১১টি জেলা ও চট্টগ্রাম রেঞ্জ পুলিশসহ মোট ১২টি দল অংশগ্রহণ করে।
চট্টগ্রাম রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিকেএসপির কর্মকর্তাবৃন্দ, অংশগ্রহণকারী খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্ট এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক খেলা উপভোগ করেন।
চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি গোল্ডকাপ কাবাডি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, কাবাডির দেশ বাংলাদেশ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা বাংলাদেশের ¯^াধীনতা অর্জন করেছি। তিনি খেলাধুলার প্রতি খুবই আন্তরিক ছিলেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিবিদ হয়েও খেলাধুলাকে অন্তরে ধারণ করেন। সরকার পরিচালনার পাশাপাশি আমরা যেন আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য বয়ে আনতে পারি সেজন্য তিনি কাজ করে যাচ্ছেন। কাবাডি খেলার মতো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী খেলাগুলো যাতে হারিয়ে না যায় সেজন্য তিনি সচেষ্ট আছেন।
বিশেষ অতিথির বক্তব্যে কেএসআরএমের গণমাধ্যম ও জনসংযোগ উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা হলেও এটি দিনে দিনে বিলুপ্তের পথে। এমন সময়ে ডিআইজি সাহেব যখন কাবাডি খেলার আয়োজন হাতে নিলেন আর সেটিতে কেএসআরএমকে পাশে চাইলেন তখন সঙ্গে সঙ্গে তা আমরা লুফে নিয়েছি। আমরা চাই এই ঐতিহ্যবাহী খেলা আবারও তার হারানো অতীত ফিরে পাক।
সভাপতির বক্তব্যে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নুরেআলম মিনা বলেন, এই আয়োজনের পেছনে জাতীয় খেলা কাবাডিকে পৃষ্টপোষকতা করা যেমন আছে, তেমনি আমাদের উদ্দেশ্য ছিল কিশোর-তরুণেরা যেন খারাপ কাজ আর মাদক থেকে দূরে থাকেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বরমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাকলিয়ায় আটক

চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করেছে বাকলিয়া থানা পুলিশ। বাকলিয়া থানা পুলিশের বিশেষ একটি দল গোপন অভিযান চালিয়ে তাকে আটক করে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাকলিয়া থানাধীন বহদ্দার হাট বলির হাট এলাকায় অভিযান চালিয়ে বরমা ইউনয়িনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করে বাকলিয়া থানা পুলিশ। আটককৃত মধুসুদন দত্ত ৫নং বরমা ওয়ার্ড আওতাধীন ৫নং ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, বরমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মধুসুদন দত্তকে আটক করা হয়েছে। তিনি বরমা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জেনেছি। তার বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মধুসুদন দত্ত বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ২ হিসেবে দায়িত্বরত ছিলেন। বর্তমান চেয়ারম্যান অপসারিত হলে মধুসুদন দত্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান।

ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা

পেশাদার সাংবাদিকদের সংগঠন ফটিকছড়ি প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
১৫ ফেব্রুয়ারী (শনিবার) বিকালে ফটিকছড়ি উপজেলা সদরস্থ একটি কনভেনশন সেন্টারে এই সংবর্ধনার আয়োজন করে।
সংবর্ধনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি উপজেলার আহ্বায়ক বিশিষ্ট ব্যাংকার মুহাম্মদ একরামুল হক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফটিকছড়ি প্রেসক্লাব সভাপতি সৈয়দ মুহাম্মদ মাসুদ ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু এখলাছ ঝিনুক।
প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, এস.এম. মোরশেদ মুন্না (দৈনিক পূর্বকোণ), মোঃ এমরান হোসেন (দৈনিক পূর্বদেশ), মুহাম্মদ নাছির উদ্দীন (দৈনিক কালের কন্ঠ), মোঃ সাইফুর রহমান সোহান (দৈনিক দেশ রূপান্তর), মোহাম্মদ আলমগীর নিশান (এশিয়ান টিভি), আনোয়ার হোসেন ফরিদ (সি প্লাস টিভি), আহমেদ এরশাদ খোকন (দৈনিক কালবেলা/চট্টগ্রাম মঞ্চ), সজল চক্রবর্তী (দৈনিক সবুজ বাংলা), মোহাম্মদ মোস্তফা কামরুল হোসেন (দৈনিক বাংলাদেশ প্রতিদিন), মোঃ নাজিম উদ্দীন শাহনেওয়াজ (দৈনিক মানবকন্ঠ), মুহাম্মদ কামাল উদ্দীন চৌধুরী (দৈনিক দিনকাল), জাহাঙ্গীর উদ্দীন মাহমুদ (চট্টগ্রাম প্রতিদিন), মুহাম্মদ দৌলত শওকত (দৈনিক ভোরের কাগজ), মুহাম্মদ কামাল উদ্দিন চৌধুরী (দৈনিক কর্ণফুলী), মুহাম্মদ ফজলুল করিম (দৈনিক দেশ বর্তমান) ও আব্দুল কাদের চৌধুরী (দৈনিক ঘোষণা) প্রমূখ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ