
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।
একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে (রাত ১২টা ১ মিনিটে) উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা ও থানা প্রশাসন, পৌরসভা, আওয়ামীলীগ, কৃষকলীগ সহ সকল অঙ্গ সংগঠন,প্রেসক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। শুরুতে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরে উপস্থাপনায় একে একে শহীদ মিনারে পুষ্পার্ঘ প্রদান করা হয়। শেষে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে প্রথম প্রহরের কর্মসূচি শেষ করা হয়।

সকাল ৭টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আঃলীগ সভাপতি সইদুল হকের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আঃলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৮টায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ, মহিলা ডিগ্রি কলেজ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাত ফেরির মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
পুষ্পার্ঘ্য অর্পণ শেষে রানিশংকৈল সংগীত বিদ্যালয় ও ষড়জ শিল্পী গোষ্ঠীর আয়োজনে একুশের উপরে সংগীত ও কবিতা আবৃত্তি পরিবেশন করা হয়। পরে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আঃলীগ সভাপতি সইদুল হক, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, আঃলীগ সম্পাদক তাজউদ্দীন আহমেদ,পৌর আঃলীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক ও উপসহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।