
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল গত ২৩ ফেব্রæয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সামিটটি ২৪-২৫ ফেব্রæয়ারি আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সিডব্লিউসিসিআই এর প্রতিনিধি দল সম্মেলনে বিভিন্ন প্যানেল আলোচনা, কর্মশালা, মাস্টারক্লাস, আইটিসি শিট্রেডস ইনোভেশন ফেসটিভ্যাল এবং গবেষণা ও উন্নয়নের কেন্দ্রভূমি মাসদার সিটি পরিদর্শন করবেন। তাছাড়া, তারা নারী উদ্যোক্তাদের পুঁজির যোগান পেতে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের ভূমিকা শক্তিশালী করে তোলার বিষয় নিয়ে আলোচনায় অংশ নিবেন। সম্মেলনের মূল ল¶্য হলো বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক ¶মতায়ন বৃদ্ধিতে কাজ করা এবং ভবিষ্যতে নারীদের ব্যবসা-বাণিজ্য কেন্দ্রিক কাজগুলো সহজ হয়ে উঠার জন্য নানান প¶েপ গ্রহণে সরকারি ও বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা। এ সম্মেলনে ডঞঙ ও ওঞঈ এর যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের একত্রিত করে নারী ও বাণিজ্য বিষয়ে একটি হাই লেভেল ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ ইভেন্টে ডঞঙ-ওঞঈ ডড়সবহ ঊীঢ়ড়ৎঃবৎং রহ ঃযব উরমরঃধষ ঊপড়হড়সু (ডঊওউঊ) ঋঁহফ এর উদ্বোধন করা হবে, যা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিযোগিতার স¶মতা বৃদ্ধি করবে এবং তাদের নতুন বাজার স¤প্রসারণের দ্বার উন্মোচন করবে। সিডব্লিউসিসিআই এর প্রতিনিধি দলে থাকছেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, আয়েশা ফারহা চৌধুরী, পরিচালক নুর আক্তার জাহান, বেবি হাসান, মোস্তারী মোরশে স্মৃতি, প্রাক্তন পরিচালক ও সদস্য ফাতেমা বেগম, সদস্য নীলিমা আকতার চৌধুরী, সৈয়দা আফরোজা বেগম, ফরিদা সিদ্দিকী, এইচ. এম. হাকিম আলী, রুসালি শাহেন শাহ আলী চৌধুরী ও রাহনুমা রুসান শাহরুখ আলী চৌধুরী। উল্লেখ্য যে, ওঞঈ ঝযবঞৎধফবং ২০১৫ সালে প্রথম যাত্রা শুরু করে। এ উদ্যোগের ফলে বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের ব্যবসার অনেক ¶েত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তারা নারী উদ্যোক্তা উন্নয়নের কাজ মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান, রপ্তানি উন্নয়ন সংস্থা, চেম্বার অব কমার্স, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে করে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডঞঙ) সদস্যরা, সচিবালয় ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ওঞঈ) সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত বাণিজ্য সৃষ্টি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ২০১৭ সালের বুয়েনোস আইরেস ডঞঙ ঘোষণা একটি বড় মাইলফলক ছিল। ঘোষণাটি বাণিজ্য ও নারীদের অর্থনৈতিক ¶মতায়ন সম্পর্কিত এবং ঘোষণায় ডঞঙ এর দুই-তৃতীয়াংশ সদস্য অংশগ্রহণ করেন। ২০২১ সালে ১৩৪ ডঞঙ সদস্য ও পর্যবে বাণিজ্য ও লিঙ্গ নিয়ে একটি অনানুষ্ঠানিক সংগঠন শুরু করে এবং ১২তম ডঞঙ গরহরংঃবৎরধষ ঈড়হভবৎবহপব এ আন্তর্জাতিক বাণিজ্যে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে জরুরি বলে স্বীকৃতি প্রদান করা হয়।