
চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) এর প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলীর নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দল গত ২৩ ফেব্রæয়ারি সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। সামিটটি ২৪-২৫ ফেব্রæয়ারি আবুধাবি জাতীয় প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সিডব্লিউসিসিআই এর প্রতিনিধি দল সম্মেলনে বিভিন্ন প্যানেল আলোচনা, কর্মশালা, মাস্টারক্লাস, আইটিসি শিট্রেডস ইনোভেশন ফেসটিভ্যাল এবং গবেষণা ও উন্নয়নের কেন্দ্রভূমি মাসদার সিটি পরিদর্শন করবেন। তাছাড়া, তারা নারী উদ্যোক্তাদের পুঁজির যোগান পেতে এবং টেকসই ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের ভূমিকা শক্তিশালী করে তোলার বিষয় নিয়ে আলোচনায় অংশ নিবেন। সম্মেলনের মূল ল¶্য হলো বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক ¶মতায়ন বৃদ্ধিতে কাজ করা এবং ভবিষ্যতে নারীদের ব্যবসা-বাণিজ্য কেন্দ্রিক কাজগুলো সহজ হয়ে উঠার জন্য নানান প¶েপ গ্রহণে সরকারি ও বেসরকারি খাতকে উদ্বুদ্ধ করা। এ সম্মেলনে ডঞঙ ও ওঞঈ এর যৌথ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, ব্যবসায়িক প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের একত্রিত করে নারী ও বাণিজ্য বিষয়ে একটি হাই লেভেল ইভেন্ট অনুষ্ঠিত হবে। এ ইভেন্টে ডঞঙ-ওঞঈ ডড়সবহ ঊীঢ়ড়ৎঃবৎং রহ ঃযব উরমরঃধষ ঊপড়হড়সু (ডঊওউঊ) ঋঁহফ এর উদ্বোধন করা হবে, যা নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিযোগিতার স¶মতা বৃদ্ধি করবে এবং তাদের নতুন বাজার স¤প্রসারণের দ্বার উন্মোচন করবে। সিডব্লিউসিসিআই এর প্রতিনিধি দলে থাকছেন সিডব্লিউসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রেখা আলম চৌধুরী, আয়েশা ফারহা চৌধুরী, পরিচালক নুর আক্তার জাহান, বেবি হাসান, মোস্তারী মোরশে স্মৃতি, প্রাক্তন পরিচালক ও সদস্য ফাতেমা বেগম, সদস্য নীলিমা আকতার চৌধুরী, সৈয়দা আফরোজা বেগম, ফরিদা সিদ্দিকী, এইচ. এম. হাকিম আলী, রুসালি শাহেন শাহ আলী চৌধুরী ও রাহনুমা রুসান শাহরুখ আলী চৌধুরী। উল্লেখ্য যে, ওঞঈ ঝযবঞৎধফবং ২০১৫ সালে প্রথম যাত্রা শুরু করে। এ উদ্যোগের ফলে বিশ্বব্যাপী নারী উদ্যোক্তাদের ব্যবসার অনেক ¶েত্রে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। তারা নারী উদ্যোক্তা উন্নয়নের কাজ মূলত ব্যবসায়িক প্রতিষ্ঠান, রপ্তানি উন্নয়ন সংস্থা, চেম্বার অব কমার্স, আর্থিক প্রতিষ্ঠান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সম্মিলিতভাবে করে। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডঞঙ) সদস্যরা, সচিবালয় ও আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র (ওঞঈ) সম্মিলিতভাবে অন্তর্ভুক্ত বাণিজ্য সৃষ্টি করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। ২০১৭ সালের বুয়েনোস আইরেস ডঞঙ ঘোষণা একটি বড় মাইলফলক ছিল। ঘোষণাটি বাণিজ্য ও নারীদের অর্থনৈতিক ¶মতায়ন সম্পর্কিত এবং ঘোষণায় ডঞঙ এর দুই-তৃতীয়াংশ সদস্য অংশগ্রহণ করেন। ২০২১ সালে ১৩৪ ডঞঙ সদস্য ও পর্যবে বাণিজ্য ও লিঙ্গ নিয়ে একটি অনানুষ্ঠানিক সংগঠন শুরু করে এবং ১২তম ডঞঙ গরহরংঃবৎরধষ ঈড়হভবৎবহপব এ আন্তর্জাতিক বাণিজ্যে নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নকে জরুরি বলে স্বীকৃতি প্রদান করা হয়।

নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।এরআগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পৌরশহরে চেকপোস্ট বসিয়ে তলাশি করার সময় ওই দুইজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।










