আজঃ শুক্রবার ১১ জুলাই, ২০২৫

চবি কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রেস রিলিজ

চবি কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। ২৯ ফেব্রæয়ারি ২০২৪ চবি কেন্দ্রীয় খেলার মাঠে চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল ১০ টায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন-ফেস্টুন উড়িয়ে উক্ত প্রতিযোগীতার উদ্বোধন করেন চবি কেন্দ্রীয় বার্ষিক ক্রীড়া উপদেষ্টা কমিটির সভাপতি ও চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী হোছাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোঃ হাবিবুর রহমান জালাল ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ নাজিম উদ্দিন।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে কর্মচারী ইউনিয়নের সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও স¦াগত জানান। তিনি বলেন, এ বিশ^বিদ্যালয় পরিচালনায় কর্মচারীদের সম্পৃক্ততা অন¯^ীকার্য। কাজে-কর্মে একাগ্রতা সৃষ্টি ও কর্মস্পৃহা বাড়ানোর জন্য খেলাধুলা ও শরীরচর্চার বিশেষ ভূমিকা রয়েছে। ক্রীড়া ও শরীরচর্চা শারীরিক ও মানসিক ¯^াস্থ্যের উন্নতি ঘটায়। এছাড়াও প্রতিবছর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে বিশ^বিদ্যালয়ের কর্মচারীদের সুস্থ দেহ ও সুন্দর মন তৈরীর পাশাপাশি পারস্পরিক হৃদ্যতা ও ভ্রাতৃতবোধ জাগ্রত হয়। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বহুমুখী দক্ষতাসম্পন্ন কর্মী হিসেবে সুস্থ ও সুন্দর মন নিয়ে কাজে মনোযোগী হয়ে এ বিশ^বিদ্যালয় তথা দেশের উন্নয়ন অগ্রগতিতে নিজেকে সম্পৃক্ত করার আহবান জানান। তিনি কর্মচারী ইউনিয়নের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সার্বিক সাফল্য কামনা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীতের সুর ও মুর্চ্ছনায় মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) জাতীয় পতাকা, চবি রেজিস্ট্রার বিশ^বিদ্যালয় পতাকা, কর্মচারী ইউনিয়নের সভাপতি ইউনিয়নের পতাকা এবং শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক অলিম্পিক পতাকা উত্তোলন করেন। চবি কর্মচারী ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল হুদার নেতৃত্বে ক্রীড়াবিদগণ মার্চপাস্টে অংশগ্রহণ করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন চবি কর্মচারী ইউনিয়নের সাধারণ সদস্য মাইনুল ইসলাম বাবু। মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) বিচারকদের পক্ষে চবি ডেপুটি রেজিস্ট্রার (৩য় শ্রেণী সেল) সৈয়দ মনোয়ার আলীকে এবং ক্রীড়াবিদদের পক্ষে কর্মচারী ইউনিয়নের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নূরুল হুদাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন চবি কর্মচারী ইউনিয়নের কোষাধ্যক্ষ মোঃ আবদুল ওহাব। অনুষ্ঠান পরিচালনা করেন চবি ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোহাম্মদ হোসেন।
অনুষ্ঠানে চবি বিভিন্ন অফিস প্রধানবৃন্দ, অফিসার সমিতি, কর্মচারী সমিতি, কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যবৃন্দ, সুধীবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পটিয়ায় যৌথবাহিনীর অভিযানে ৫১২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার।

চট্টগ্রামের পটিয়া উপজেলা খরনা ইউনিয়নের মুজাফরাবাদ নাইতপাড়া এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে একটি অবৈধ কারখানা হতে গ্যাসের সরঞ্জাম ও ৫১২টি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে।

স্হানীয়রা জানান, চন্দনাইশ উপজেলার আবদুর রহিম দীর্ঘদিন ধরে পটিয়ার মুজাফরবাদ এলাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধ গ্যাস ফিলিং কারখানা চালু করেন।এখানে খালি বোতলে পরিমাণে কম দিয়ে তা পুনরায় বাজারে বিক্রি করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে গ্যাস সরঞ্জাম সহ ৫১২টি বিভিন্ন কোম্পানির নতুন পুরান গ্যাস সিলিন্ডার, গ্যাস ফিলিং এর হাওয়া মেশিন ও বিভিন্ন যন্ত্রপাতি

উদ্ধার করা হয়। মালিক আবদুর রহিম ও কর্মচারী যৌথ অভিযানের খবর পেয়ে পালিয়ে যায়। পটিয়া থানার এস আই সমীর ভট্টাচার্য জানান,গোপন সুত্রে খবর পেয়ে, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে ৫১২টি গ্যাস সিলিন্ডার, গ্যাস ফিলিং সরঞ্জাম উদ্ধার করা হয়।

বোয়ালখালীতে স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মধ্যম শাকপুরা গ্রামের চলাচল অযোগ্য লালচাঁদ বিহার সড়কটির সংস্কার কাজ শুরু হয়েছে। লালচাঁদ বিহার সড়কের প্রায় আধা কিলোমিটার চলাচল অযোগ্য অংশ সংস্কার করে খানাখন্দ সারিয়ে তোলা হয়। এতে আর্থিক সহায়তা দিয়েছেন চিন্ময় বড়ুয়া রিন্টু। দীর্ঘদিন পর শাকপুরা ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের এ সড়কটি ব্যক্তি অর্থায়নে সংস্কার করা হচ্ছে। এ সংস্কার কাজ বাস্তবায়ন করছে মধ্যম শাকপুরা ধ্রুবতারা তরুণ সংঘের সদস্যবৃন্দ।

জানা গেছে, প্রায় এক দশক ধরে সড়কটি সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়ে। এনিয়ে এলাকাবাসী পতিত আওয়ামী লীগ সরকারের এমপি, ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান, মেম্বারদের দ্বারে দ্বারে ঘুরলেও সড়কটি সংস্কারের উদ্যােগ নেওয়া হয়নি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটলে শাকপুরা ইউনিয়ন পরিষদের দলীয় চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ আস্ত গোপনে চলে যান ।

স্থানীয়রা জানান, শাকপুরা এলাকার অন্যতম যাতায়াতের এ সড়কটি টিআর বরাদ্দ দিয়েও সংস্কার করা যেতো। গত ১৭ বছরে এ সড়কের জন্য টিআর বরাদ্দ জোটেনি। ইউনিয়ন পরিষদ থেকে দেয়নি কোনো বরাদ্দ। অথচ শাকপুরা এলাকার বসতি শূন্য বিলের মাঝে সেতু ও সড়ক নির্মাণ কোটি কোটি টাকা বরাদ্দ দিয়েছে। বিগত দিনের টিআর এবং কাবিখা বরাদ্দের তালিকা জন সম্মুখে আনা দরকার।

স্থানীয় বাসিন্দা অধীর বড়ুয়া জানান, শাকপুরা এলাকায় যাতায়াতের একমাত্র জনগুরুত্বপূর্ণ লালচাঁদ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচল অযোগ্য হয়ে পড়েছিলো। সম্প্রতি এলাকাবাসী এটি সংস্কারের উদ্যােগ নেওয়ায় সেই ভোগান্তি লাঘব হলো। স্থানীয় ইউপি সদস্য অনুপ দাশ বলেন, সড়কটি উন্নয়ন করা খুবই প্রয়োজন ছিলো। যদিও বিগত সময়ে বিভিন্ন এলাকায় ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড চললেও সরকারিভাবে এ সড়কের সংস্কার করা হয়নি। বর্তমানে ব্যক্তি উদ্যােগে এর সংস্কারের কাজ চলছে শুনে ভালো লাগছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ