
চট্টগ্রাম চ¶ু হাসপাতাল ও প্রশি¶ণ কেন্দ্রের (সিইআইটিসি) সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনের থার্ড সেক্রেটারী ডেভিড ট্যাং সহ এক প্রতিনিধি দলের মতবিনিময় সভা অদ্য ২৯ ফেব্রæয়ারী বৃহস্পতিবার সকাল ১০টায় হাসপাতালের মিটিং রুমে অনুষ্ঠিত হয়। উচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে চিকিৎসকদের ফেলোশীপ দিতে উক্ত মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় প্রয়োজনীয় দিকগুলো তুলে ধরেন ডেভিড ট্যাং। এ সময় উপস্থিত ছিলেন,অষ্টেলিয়ান হাই কমিশনের প্রোগাম ম্যানেজার ইমাম নাহিল, ফ্রেড হেলোস ফাউন্ডেশনের প্রতিনিধি মিস রোকসানা, সিইআইটিসি’র একাডেমিক কোডিনেটর ও আইসিও’র অধ্যাপক ডা. মনিরুজ্জামান ওসমানী, কনসালটেন্ট ডা. সোমা রানী রায়, কনসালটেন্ট ডা. মেরাজুল ইসলাম, মহাব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মো. গোলাম ফারুক প্রমূখ।
সভায় সিইআইটিসি প্রতিষ্ঠার পর থেকে অদ্যবধি বিভিন্ন সেবামূলক কার্যক্রম মনিটরের মাধ্যমে প্রদর্শন করা হয। সভায় ফ্রেড হেলোস ফাউন্ডেশনের ছানি বিষয়ক প্রজেক্ট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই প্রজেক্টের আওতায় উন্নতমানের প্রযুক্তি ও লেন্স দিয়ে ছানি অপারেশনের পর কাছে ও মধ্যবর্তীদূরত্বে পড়ার জন্য যে চশমার প্রয়োজন হয় তার আর দরকার হবেনা। ফলশ্রæতিতে রোগীরা মূলত অপারেশনের পরই সব ধরনের দৃষ্টি উপভোগ করতে পারবেন। এছাড়া অষ্টেলিয়ান হাই কমিশনের মাধ্যমে উচ্চ শিক্ষার্থে সহযোগিতা ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের চিকিৎসকদের ফেলোশীপের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় ডেভিড ট্যাং চ¶ু হাসপাতালের কার্যক্রমের প্রশংসা করে বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে চ¶ুু চিকিৎসায় ভূমিকা রেখে আসা পাহাড়তলী চ¶ুু হাসপাতালের সাথে যৌথভাবে কার্যক্রম পরিচালিত হলে চ¶ু চিকিৎসা সেবায় যুগন্তকারী পরিবর্তন আসবে। এরপর প্রতিনিধ দল হাসপাতালের সকল বিভাগ পরিদর্শন করেন। পরিদর্শনকালে চ¶ুু হাসপাতালের বিস্তারিত কার্যক্রম ও চিকিৎসা সেবা সম্পর্কে অবগত হন।