
অদ্য ৭ মার্চ মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশনের নতুন কার্যকরী কমিটি গঠন উপলক্ষে এক মত বিনিময় সভা চট্টগ্রাম আইনজীবী ভবনে বেগম রোকেয়া পদ প্রাপ্ত, চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি, মানবাধিকার নেত্রী, সংগঠনের সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুনাহার বেগমের সভাপতিত্বে ও এডভোকেট কাজী এম এখতেয়ার রহমান রোমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন এডভোকেট লুৎফুন্নাহার, এডভোকেট যীশু কৃষ্ণ রক্ষিত, এডভোকেট প্রদীপ দাশ, হুমায়ুন কবির মাসুদ, মুহাম্মদ সাজ্জাদ হোসেন, এডভোকেট নুরুল আবসার গাজী, এডভোকেট সমিউল আলম, এডভোকেট মোসলেহ উদ্দিন চৌধুরী, এডভোকেট বিশ্বজিৎ বড়–য়া, এডভোকেট কেশব কুমার আচার্য্য, এডভোকেট মুহাম্মদ রফিকুল আলম, জাওয়াদ আলী চৌধুরী, একরাম বাবুল প্রমুখ। সংগঠনের সভাপতি বক্তব্যে বলেন-আজ সমগ্র বিশ্বে মানবাধিকারের চরম লক্সঘন হচ্ছে। ফিলিস্তিনে নির্বিচারে শিশু এবং নারী সহ জনগণকে হত্যা করা হচ্ছে। মিয়ানমারেও নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে, তাই মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস এসোসিয়েশনের নতুন কার্যকরি কমিটি গঠনের মাধ্যমে মানবাধিকারের সোচ্চার ভূমিকা পালন করার জন্য সংগঠনের নেতৃবৃন্দকে আহ্বান জানান।