আজঃ সোমবার ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

আনন্দী সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা

প্রেস রিলিজ

আনন্দী সঙ্গীত একাডেমির ১৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপল¶ে সঙ্গীতানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা আগামীকাল ৯ মার্চ শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনিস্টিউটের গ্যালারী হলে অনুষ্ঠিত হবে। এতে আনন্দী পুরস্কার পাচ্ছেন ডাঃ বাবুল সেন গুপ্ত ও শিল্পী শ্যামল মিত্র। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী কাবেরী সেন গুপ্তা ও প্রধান অতিথি থাকবেন কবি অধ্যাপক হোসাইন কবির। অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে অংশ নিবেন সুভাষ দাশ, মাধবী চৌধুরী, রতন ধর, অনিমেষ বড়ুয়া, ¯^পন কান্তি দত্ত, দোলন কান্তি দাশ, সুস্মিতা সাহা, শিল্পী প্রিয়াসা বিশ্বাস জুঁই, প্রাঙ্গন ধর, অনিন্দিতা দত্ত ও সৃজিতা দে সৃজা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, গুণীজন, শিল্পী, কলাকুশলীদের উপস্থিত থাকার জন্য তবলা শিল্পী সুরজিৎ সেন বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও নতুন কমিটির অভিষেক

“আসুন স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই, স্বপ্নকে ছড়িয়ে দেই” এই স্লোগানে ফুলের হাসি ফাউন্ডেশনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী ও কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে বুধবার (১২ ফেব্রুয়ারী) সন্ধ্যায় সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় ‘ইচ্ছে পূরণ’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সম্মাননা।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তিলাওয়াত, জাতীয় সংগীত শেষে মহান ভাষা শহীদ, ১৯৭১ এর স্বাধীনতা ও ২৪ গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করার মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে অপরাজেয় বাংলাদেশের ইনচার্জ জিনাত আরা বেগমের তত্ত্বাবধানে সুবিধা বঞ্চিত শিশুদের নাচ, গান, কবিতা আবৃত্তি ও সংগীত শিল্পী জাহিদ অন্তুর পরিবেশনায় মুখর হয়ে উঠে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি হল।

ফুলের হাসি ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ’র সভাপতিত্বে ও বাচিক শিল্পী আশিক আরেফিন এবং সংগঠক তসলিম হাসান হৃদয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী, জীবন্ত কিংবদন্তী রবি চৌধুরী।
এতে প্রধান আলোচক ছিলেন সমাজসেবা অধিদপ্তরের চট্টগ্রাম- ২ কার্যালয়ের পরিচালক মোহাম্মদ আলমগীর হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মোস্তাফিজুর রহমান, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো: শওকত হোসেন (পিপিএম), ফুলের হাসি ফাউন্ডেশন উপদেষ্টা লায়ন নবাব হোসেন মুন্না এমজেএফ, উপদেষ্টা আবু তাহের চৌধুরী, লেখক নেছার আহমেদ খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল নুর, ক্যাপ্টেন মুসলিম ফারুক, মিডিয়া ব্যক্তিত্ব কারু কৃষান সহ অনেকেই।

৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির সভাপতি অধ্যক্ষ ড.মোহাম্মদ সানাউল্লাহ ও সাধারণ সম্পাদক তসলিম হাসান হৃদয় মনোনীত হন।

অনুষ্ঠানের প্রধান অতিথি জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ফুলের হাসি ফাউন্ডেশনের পথচলার ৪ বছরে তারা মানবিক কার্যক্রমের সাথে তিনি নিজেও জড়িত, সেই সাথে ফুলের হাসি ফাউন্ডেশনের প্রতি শুভকামনা ও নতুন কমিটিকে শুভেচ্ছা জানান।

বেওয়ারিশ সেবা
ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শওকত হোসেন বলেন, সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে এই উদ্যোগ অসাধারণ। আশা করি ফুলের হাসি ফাউন্ডেশন সব সময় মানবিক কার্যক্রম এভাবেই চালিয়ে যাবেন।

সভাপতির বক্তব্যে ড. সানাউল্লাহ বলেন, আমি নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব গ্রহণের পাশাপাশি, আশা করি সমাজের বিত্তবানরাও গরীব, অসহায়দের সাহায্য এগিয়ে আসবেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা শেষে সমাজের পিছিয়ে পরা মানুষের কল্যাণে কাজ করছেন দীর্ঘদিন ধরে এমন ১০ জন বিশিষ্ট ব্যক্তিকে ফুলের হাসি সম্মাননা দেওয়া হয়।

গুণবতীতে ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লিগের শুভ উদ্বোধন

চৌদ্দগ্রাম উপজেলার কর্তাম ক্রিড়া চক্র কর্তৃক আয়োজিত ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লীগের ৮ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের আমির ইউসুফ মেম্বার।

শুক্রবার (৭ ফেব্রুয়ারী) গুনবতী হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুনবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেইথ প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আ ন ম মেসকাত উদ্দিন সেলিম, এক্সসেপ্ট প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাইদ মজুমদার।

চৌদ্দগ্রাম বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল হামিদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর খোরশেদ আলম, গুনবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল, গুনবতী হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুর রশিদ মিলন, কর্তাম কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ শহিদ উল্লাহ, প্রগতি লাইফ

ইন্সুইরেন্স কোম্পানীর এসবিপি মাজহারুল ইসলাম টিটু, প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর সিলেট জোন প্রধান আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন, সাবেক ফুটবলার রেলওয়ে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন, কর্তাম ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যাংকার আশরাফুর রহমান বাবলু, গুনবতী স্পোর্টিং ক্লাবের

সভাপতি এনামুল হক নয়ন (জিকো), বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, গুনবতী হাইস্কুল মাঠ উন্নয়ন পরিষদের সদস্য সচিব মোবারক হোসেনসহ গুনবতী ইউনিয়নের সিনিয়র ক্রিকেটার বৃন্দ ও কর্তাম ক্রিড়া চক্রের সদস্য বৃন্দ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ