আজঃ বুধবার ২৬ মার্চ, ২০২৫

আনন্দী সঙ্গীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা

প্রেস রিলিজ

আনন্দী সঙ্গীত একাডেমির ১৩-তম প্রতিষ্ঠা বার্ষিকী উপল¶ে সঙ্গীতানুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা আগামীকাল ৯ মার্চ শনিবার সন্ধ্যা সোয়া ৬টায় চট্টগ্রাম নগরীর থিয়েটার ইনিস্টিউটের গ্যালারী হলে অনুষ্ঠিত হবে। এতে আনন্দী পুরস্কার পাচ্ছেন ডাঃ বাবুল সেন গুপ্ত ও শিল্পী শ্যামল মিত্র। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন শিল্পী কাবেরী সেন গুপ্তা ও প্রধান অতিথি থাকবেন কবি অধ্যাপক হোসাইন কবির। অনুষ্ঠানে শিল্পীদের মধ্যে অংশ নিবেন সুভাষ দাশ, মাধবী চৌধুরী, রতন ধর, অনিমেষ বড়ুয়া, ¯^পন কান্তি দত্ত, দোলন কান্তি দাশ, সুস্মিতা সাহা, শিল্পী প্রিয়াসা বিশ্বাস জুঁই, প্রাঙ্গন ধর, অনিন্দিতা দত্ত ও সৃজিতা দে সৃজা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, গুণীজন, শিল্পী, কলাকুশলীদের উপস্থিত থাকার জন্য তবলা শিল্পী সুরজিৎ সেন বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

যাত্রী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত।

দেশের যাত্রী অধিকার ও সড়ক নিরাপত্তায় নিয়োজিত সংগঠন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ২০২৫-২০২৭ মেয়াদের নতুন কেন্দ্রীয় কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
সম্প্রতি সংগঠনের সাধারণ পরিষদের ৩০ তম সভায় বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়াকে চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ রুহুল আমিনকে ভাইস চেয়ারম্যান, সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মোজাম্মেল হক চৌধুরীকে মহাসচিব, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের সাবেক নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব সৈয়দ আহমদকে সাংগঠনিক সম্পাদক, তরুণ উদ্যোক্তা তাওহিদুল হক লিটনকে যুগ্ম মহাসচিব

করে ১১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন তরুণ সংগঠক মাহমুদুল হাসান রাসেল অর্থ সম্পাদক, মোহাম্মদ আলাউদ্দিন মাসুদ প্রচার সম্পাদক, শিক্ষাবিদ অধ্যক্ষ রিজু আকতার চৌধুরী দপ্তর সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আরিফ, অধ্যক্ষ রফিকা আফরোজ, বীমাব্যক্তিত্ব ইয়াসমিন আকতার সীমাকে এই কমিটির সদস্য করা হয়েছে।

সভায় বিগত সরকারের সময়ে দেশের বিশৃঙ্খল সড়ক ব্যবস্থা, সড়ক দুর্ঘটনায় প্রানহানী বেপরোয়াভাবে বৃদ্ধি, সড়কে অব্যবস্থাপনা, সড়কের বিভিন্ন প্রকল্পে বেপরোয়া দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকায় তৎকালীন সড়ক মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রতিহিংসার বশঃবর্তী হয়ে যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন বাতিল করায় দীর্ঘদিন যাবৎ নতুন কমিটি করা যায়নি বলে অভিযোগ করা হয়। বর্তমান অন্তবর্তী সরকার দেশের যাত্রীসাধারনের স্বার্থ সুরক্ষায় আবারো যাত্রী কল্যাণ সমিতির নিবন্ধন ফেরত দেওয়ার কার্যক্রম শুরু করায় সরকারের মাননীয় প্রধান উপদেষ্ঠাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
সভায় সড়ক পরিবহন আইন, নৌ-আইন, রেল আইন সংশোধন করে যাত্রীসাধারনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, যাত্রীসাধারনের জন্য গণপরিবহনের ভাড়া নির্ধারণ, সিলিং নির্ধারণ, সুযোগ সুবিধা নির্ধারণের প্রতিটি স্তরে যাত্রী কল্যাণ সমিতির মতামত ও অংশগ্রহন নিশ্চিত করার দাবী জানানো হয়।

নাসিবের সংস্কার কমিটি গঠন, আহবায়ক মির্জা মাসুদ

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মির্জা মাসুদুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ৬ মার্চ নতুন কমিটির অনুমোদনপত্রে  স্বাক্ষর করেছেন নাসিবের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রিফাত খান। নাসিবকে পুনর্গঠনের অংশ হিসাবে এ সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে। 

সাত সদস্যের সংস্কার কমিটির অন্য সদস্যরা হলেন, কে এম জহির ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. রুস্তম আলী, এএসএম আবদুল গাফ্ফার মিয়াজী, খলিলুজ জামান এবং কে এম তৌহিদুল ইসলাম বাবু।

নতুন কমিটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এ শিল্পের উন্নয়নে নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ