আজঃ বৃহস্পতিবার ২৯ জানুয়ারি, ২০২৬

ব্যতিক্রমী আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন

প্রেস রিলিজ

বাংলাদেশসহ সারাবিশ্বে নারীরা এগিয়ে চলেছে

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশসহ সারাবিশ্বে নারীরা এগিয়ে চলেছে। নারীর ক্ষমতায়ন এখন বাস্তবতা। তারই নিরেিখ ব্যতিক্রমী আয়োজনে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রথমবারের মতো পালিত হয়েছে আন্তর্জাতিক নারীদিবস। ৮ই মার্চ চট্টগ্রাম প্রেস ক্লাব আয়োজিত এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব পরিচালিত হয় নারীদের অংশগ্রহণে। অনুষ্ঠানমালায় ছিলো প্রেস ক্লাব পরিচালনায় ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সহধর্মিণীদের দায়িত্ব গ্রহণ ও প্রতীকী ব্যবস্থাপনা কমিটির সভা, আন্তর্জাতিক নারীদিবসের কেক কাটা, ‘নারী-পুরুষ দৃষ্টিভঙ্গি পাল্টাই–সুন্দর সমাজ গড়ি’-শীর্ষক আলোচনা, সঙ্গীতানুষ্ঠান এবং র‌্যাফল ড্র।

প্রতীকী ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা হলেন সিনিয়র সহ-সভাপতি জেসমিন আক্তার ডলি, সহ-সভাপতি ফারজানা আকতার, যুগ্ম সম্পাদক সৈয়দা জান্নাতুল নাঈম, অর্থ সম্পাদক বিবি জয়নাব, সাংস্কৃতিক সম্পাদক বিবি জয়নাব আইরিন, ক্রীড়া সম্পাদক আনিকা ইখতিয়ার, গ্রন্থাগার সম্পাদক রোজিনা ইয়াছমিন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক কামরুন নাহার রিতা, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাহিদ সুলতানা মায়া, কার্যকরী সদস্য হোসনে আরা খানম চৌধুরী, মিসেস মোয়াজ্জেমুল হক, নার্গিস সুলতানা এবং সীমা আলম।
নারীদের প্রেস ক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণের পর নারী ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক নারী দিবসের কেক কাটার পর শুরু হয় আবৃত্তি, গান ও আলোচনা।

আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপ-কমিটির আহবায়ক শাহিন আরা বেগমের সঞ্চালনায় এ পর্বে সভাপতিত্ব করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতীকী সভাপতি সুমাইয়া সালাহ্উদ্দিন। অতিথি ছিলেন সিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার স্পিনা রাণী প্রামাণিক। স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের প্রতীকী সাধারণ সম্পাদক কান্তা দে। আবৃত্তি, গান ও আলোচনায় অংশ নেন উদযাপন উপ-কমিটির সদস্য শামীম আরা লুসি, শামিমা নার্গিস, সুস্মিতা চৌধুরী, শারমিন এলাহী, পম্পি ঘোষ, সুচন্দা নন্দী, রোকসানা বন্যা, জেসমিন আক্তার শিমুল, জান্নাতুল ফেরদৌসী, সানজিদা আক্তার, ফেরদৌস পারভীন পলি, তপতী দাশ, চন্দনা দাশ প্রমুখ।

কথামালায় বক্তারা বলেন, বিশ্বের মোট জনগোষ্ঠীর অর্ধেকেরও বেশি নারী। তাদের পিছিয়ে রেখে বাসযোগ্য পৃথিবী গড়া সম্ভব নয়। বর্তমানে বাংলাদেশেও নারীদের মর্যাদা অনেকগুণ বেড়েছে। আমরা পুরুষকে সাথে নিয়ে উন্নয়নশীল দেশ গঠন আরো ত্বরান্বিত করতে চাই।
র‌্যাফল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে নারী দিবসের অনুষ্ঠানমালা সমাপ্ত হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম মহানগরের দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিবিজড়িত ওয়ার সেমেট্রি পরিদর্শন করেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ৯টা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে ওয়ার সেমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা, নান্দনিক পরিবেশ এবং পরিবেশগত দিক নিয়ে আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চট্টগ্রাম নগরের উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, স্বাস্থ্যসেবা ও নাগরিক সেবাখাতে ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনার কথাও উল্লেখ করেন বলে জানা যায়।

বোয়ালখালীতে অবৈধ ব্রিজ নির্মাণ বন্ধ করলেন ইউএনও।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

চট্টগ্রাম কসকবাজার আরকান সড়কের বোয়ালখালীর গোমদণ্ডী ফুলতলার দক্ষিণ পাশে রায়খালী খালের ওপর অবৈধভাবে একটি পাকা ব্রিজ নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয় সূত্রে জানা যায়, খালের ওপর অনুমোদনহীনভাবে ব্রিজটি নির্মাণ করা হলে বর্ষা মৌসুমে খালের স্বাভাবিক পানি প্রবাহে মারাত্মক প্রতিবন্ধকতার ও ভয়াবহ বন্যা সহ জলাবদ্ধতার ঝুঁকি দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে একই সাথে চাষবাদ ব্যাপক ক্ষতির ঝুঁকি মধ্যে রয়েছে ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) অবৈধ ব্রিজ নির্মাণের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা হলে বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়ে এবং উপজেলা প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে রবিবার (২৫ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা ঘটনাস্থলে সরেজমিনে পরিদর্শনে করেন ।

পরিদর্শনকালে তারা খালের ওপর অবৈধভাবে ব্রিজ নির্মাণের সত্যতা পান। এ সময় খালের স্বাভাবিক পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করে নির্মাণকাজের অপচেষ্টা পরিলক্ষিত হওয়ায় সংশ্লিষ্টদের নিজ দায়িত্বে সোমবারের মধ্যে নির্মাণাধীন ব্রিজটি অপসারণ বা ভেঙে ফেলার নির্দেশ দেন প্রশাসন ।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক জানান, নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা প্রতিপালন না করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রযোজ্য আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, জনস্বার্থ রক্ষা ও জলাবদ্ধতা নিরসনে উপজেলা প্রশাসন সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।

আলোচিত খবর

ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত।

সোশ্যাল শেয়ার কার্ড

এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

অনেক জল্পনা – কল্পনার অবসান ঘটিয়ে প্রায় দুই দশক ধরে ব্যাপক আলোচনার পরে ইউরোপীয় ইউনিয়ন এবং ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত হল যখন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসা- বাণিজ্যে সম্পর্কের টানাপড়েন চলছে। এই চুক্তির মধ্যদিয়ে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে জনসংখ্যার বিচারে বিশ্বের বৃহত্তম দেশ ভারতের পণ্যের মুক্ত বাণিজ্য চলবে। ভারত এবং ইইউ সম্মিলিতভাবে বিশ্বের ২৫ শতাংশ মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে। দু’পক্ষের কাছে আছে দুশো কোটি ক্রেতার এক অতি বৃহৎ বাজার।

ইউরোপীয় পার্লামেন্ট এবং ইইউ-র সদস্য দেশগুলি এই চুক্তিতে মান্যতা দিলে তারপরেই এবছরেরই পরের দিকে চুক্তি সই হতে পারে।এই চুক্তি বাস্তবায়িত হলে বিভিন্ন পণ্য ও পরিষেবায় বিপুল অঙ্কের শুল্ক কম হবে, আবার সামরিক ক্ষেত্রেও ভারত আর ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাবে।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট এন্তোনিয়ো লুই সান্তোস দ্য কোস্টা এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লেয়ন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লিতে এক শীর্ষ বৈঠকে মিলিত হন।ভারতের প্রধানমন্ত্রী বলেন – আজ ভারতের ইতিহাসে বৃহত্তম মুক্ত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করেছে। আজ ২৭ তারিখ আর এটা অত্যন্ত আনন্দের সংবাদ যে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে ভারত এই মুক্ত বাণিজ্য চুক্তি সম্পন্ন করল।
সংগৃহীত –

আরও পড়ুন

সর্বশেষ