
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে নালায় কাজ করার সময় সেফটিক ট্যাংক বিস্ফোরণ হয়ে ৪ জন দগ্ধ হয়েছেন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ৭ মার্চ বিকাল ৪টার দিকে ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধ হওয়া চারজন হলেন ফাহাদ ২০ জহির উদ্দিন (২৮), মোহাম্মদ মাছুম )৩০) ও নয়ন ৩১ বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে নালায় কাজ করার সময় হঠাৎ সেফটিক ট্যাংক বিষ্ফোরণ হয়। এতে ওই ৪ জন মারাত্মকভাবে দগ্ধ হন। তাদেরকে চমেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।