আজঃ বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

জলাবদ্ধতা কমাতে ৩৬ খালের মধ্যে ২০টি খালের রিটার্নিং ওয়ালের কাজ শেষ

নিজস্ব সংবাদদাতা:

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেড কার্যালয়ে আয়োজিত সমন্বয় সভা

আসন্ন বর্ষার আগে নগরের সংস্কার হওয়া ৬ খাল পুনঃখনন করা হবে বলে জানিয়েছেন জলাবদ্ধতা নিরসন প্রকল্পের পরিচালক লেফট্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ। তিনি বলেন, আগামী বর্ষা মৌসুমে যাতে জলাবদ্ধতা তৈরি না হয় এর জন্য আমরা কাজ করছি। বিশেষ করে যেসব খাল সংস্কার করা হয়েছে, তা পর্যায়ক্রমে পুনঃখনন করার পরিকল্পনা রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৪ কনস্ট্রাকশন বিগ্রেড কার্যালয়ে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় চট্টগ্রাম বন্যা সংরক্ষণ বাঁধ নির্মাণে প্রকল্প কর্মকর্তা সুজাউদ্দীন পাঠান নিজেদের প্রকল্প নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকল্পের পরিচালক প্রকৌশল মোহাম্মদ মাঈনুদ্দীন উপস্থিত ছিলেন।
লেফট্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ বলেন, বর্ষায় নগরবাসীকে যাতে ভোগান্তিতে পড়তে না হয়, সে জন্য নিচু এলাকাগুলোর আশপাশের খালগুলো পুনঃখনন করা হবে। বিশেষ করে মির্জা খাল, চশমা খাল, চাক্তাই খাল, বাকলিয়া খাল ও মহেশখাল পানি প্রবাহের জন্য পুরোপুরি প্রস্তুত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এসব খালের সঙ্গে সংযুক্ত নালাগুলো যদি পরিষ্কার করা যায় তাহলে এ বছর দুই নম্বর গেট, বাদুরতলা, বহদ্দারহাটসহ বেশি জলাবদ্ধতা তৈরি হওয়া স্থানগুলোতে দুর্ভোগ সহনীয় পর্যায়ে আসবে। এ ছাড়া আমাদের অধীনে থাকা পাঁচটি খালে বসানো রেগুলেটর এ বর্ষার আগে পুরোপুরি চালু হবে।
তিনি বলেন, সেনাবাহিনী যে ৩৬ খালের কাজ করছে এর মধ্যে ২০টি খালের রিটার্নিং ওয়ালের কাজ শেষ হয়েছে। এ ছাড়া ৪৫টি ব্রিজের মধ্যে ৩৫টি এবং ৭০টি কালভার্টের মধ্যে ৫৮টি কালভার্টের কাজ শেষ হয়েছে। সব মিলে আমাদের প্রকল্পের কাজের অগ্রগতি ৬৫ শতাংশ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চৌদ্দগ্রামে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪দিনব্যাপি বইমেলার উদ্ভোধন।

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশ^সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ৪দিন ব্যাপি ভ্রাম্যমান বইমেলার শুভ উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও ফিতা কেটে মেলার শুভ উদ্ভেধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

বিশ^সাহিত্য কেন্দ্রের ইউনিট ইনচার্জ দেবজ্যোতি মন্ডলের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম মীর হোসেন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সাধারন সম্পাদক বেলাল হোসাইন, যুগ্ম সাধারন সম্পাদক মনোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনিছুর রহমান, দপ্তর সম্পাদক শাহিন আলম, বিশ^ সাহিত্য কেন্দ্রের সংগঠক মনিরুজ্জামান, বিক্রয় কর্মকর্তা আবুল কাশেম বাবুল।

ভ্রাম্যমান বইমেলাটি আগামী ২৬শে এপ্রিল পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে চলমান থাকবে। এই সময়ে ভ্রাম্যমান বইমেলা থেকে পছন্দের বই ক্রয়, বইপড়াসহ বিভিন্ন কার্যক্রম চলমান থাকবে। মেলা কমিটি আরও জানায়, আগামী ২৬শে এপ্রিল সমাপনী দিনে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক চিত্রাংকন প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব সহ দুই শিক্ষককে অব্যাহতি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপার ও পর্যবেক্ষক শিক্ষককে অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

বুধবার (২৩-এপ্রিল) এসএসসি পরীক্ষার ভোকেশনাল আই সি টি পরিক্ষা চলাকালে অনিয়মের ঘটনায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম, ওই কেন্দ্রের হল সুপার হুমায়ুন কবির ও গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ও এসএসসি পরীক্ষায় পর্যবেক্ষক

কামরুল ইসলামকে অনিয়মের ঘটনায় ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, বোর্ডের আইসিটি পরিক্ষা চলাকালীন সময়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন আইসিটি বিভাগের শিক্ষক। তার অনিয়ম ধরা পড়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরোজমিনে শনাক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।ওই কেন্দ্রে নতুন কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন খালপাড় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও হল সুপারের

দায়িত্ব পেলেন আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাঈম ও গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব, হল সুপার, একজন পর্যবেক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ