আজঃ সোমবার ২৩ জুন, ২০২৫

৬ মাসের মধ্যে ভূ-গর্ভে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩ ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার

ভূ-গর্ভে যাচ্ছে চট্টগ্রামের ঝুলন্ত তার

নিজস্ব প্রতিবেদক

লালখান বাজার, জামালখান ও বাগমনিরাম তিন ওয়ার্ড

আগামী ছয় মাসের মধ্যে ভূ-গর্ভে যাচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩ ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার। ওয়ার্ড তিনটি হল লালখান বাজার, জামালখান ও বাগমনিরাম।মঙ্গলবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর উপস্থিতিতে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম এবং সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন৷

এসময় মেয়র জানান, প্রধানমন্ত্রীর ঘোষিত স্মার্ট বাংলাদেশ রূপকল্প বাস্তবায়নে স্মার্ট চট্টগ্রাম গড়ার লক্ষ্যে আমাদের এ উদ্যোগ। আজ চট্টগ্রামে এক নতুন যুগের সূচনা হল। সিটি কর্পোরেশনের তত্ত¡াবধানে ডিশ, ইন্টারনেট সংযোগ ক্যাবল ব্যবস্থাপনা হলে বৈদ্যুতিক পিলারে দুর্ঘটনা কমবে, শহরের সৌন্দর্য বাড়বে৷ আবার তার কাটা ও চুরি রোধ হওয়ায় ব্যবসায়ীরাও লাভবান হবে।

“বাণিজ্যিক নগরী হিসেবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চট্টগ্রামের যে গুরুত্ব আছে তা ম্লান হয়ে যাচ্ছে তারের জঞ্জালের জন্য। নগরীর সৌন্দর্য ও নিরাপত্তার ¯^ার্থে শৃক্সখলা প্রতিষ্ঠার মাধ্যমে তারের জঞ্জাল অপসারণ করতে চাই। আগামী ৬ মাসের মধ্যে প্রাথমিকভাবে ৩টি ওয়ার্ডের ঝুলন্ত ডিশ-ইন্টারনেটের তার ভূ-গর্ভে নিব আমরা৷ এরপর তিন ওয়ার্ডের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পুরো নগরীর ডিশ-ইন্টারনেটের তার ভূ-গর্ভে নিব আমরা৷”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম বলেন, ড্রেনেজ এবং স্যুয়ারেজ সিস্টেমকে কাজে লাগিয়ে ডাক্টিং করে আমরা জলনিরোধক ফাইবার অপটিক অবকাঠামো গড়ে তুলব। ’ফাইবার টু দ্যা হোম’ প্রযুক্তি কাজে লাগিয়ে মূল সড়ক থেকে অলি-গলি এবং সেখান থেকে প্রতিটি বাড়িতে সংযোগ দেয়া হবে।

“আমাদের প্রযুক্তিগত সক্ষমতার কারণে কোন আইএসপি যত ইচ্ছা গতির সংযোগ গ্রহণ করতে পারবে। সেবা প্রদানে কোন ধরনের বাধা সৃষ্টি হবেনা। এছাড়া, আগামী ৫ বছরের মধ্যে ডিশ ব্যবসায়ী প্রতিষ্ঠানরা ডিজিটাল ডিশ ক্যাবল চালু করবে এ বিষয়টিও মাথায় রাখব আমরা। ৩টি ওয়ার্ডের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুরো শহরকে তারের জঞ্জালমুক্ত করব আমরা।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, শৈবাল দাশ সুমন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা লতিফুল হক কাজমি, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সামিট কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরিফ আল ইসলাম, বোর্ড ডিরেক্টর ফাদিয়া খানসহ চসিক ও সামিট কমিউনিকেশন্স লিমিটেডের কর্মকর্তারা।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে ইলেকট্রনিক সিগারেট জব্দ।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ইলেকট্রনিক সিগারেট (ই-সিগারেট) ও ইলেকট্রনিক ধূমপান সামগ্রী উদ্ধার হয়েছে।রোববার সকালে ইউএস বাংলার একটি ফ্লাইটে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। ফ্লাইটটি সকাল ৬টা ২০ মিনিটে শাহ আমানত

আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।আমদানি নিষিদ্ধ পণ্য নিয়ে আসা মাওলানা মোহাম্মদ আইয়ুব নামে ওই যাত্রীর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। তবে তাকে আটক করা হয়নি।সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে।
আইয়ুবের কাছ থেকে জব্দ সামগ্রীর মধ্যে আছে- ২০টি ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম, এতে ব্যবহার্য ৪৯০টি সিগারেট রিফিল লিকুইড, ২৮০টি কার্টিজ এবং ৩০টি কয়েল।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গোপন খবরের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা এনএসআই এবং বিমানবন্দরের নিরাপত্তা টিম যৌথভাবে আইয়ূবকে তল্লাশি করে আমদানি নিষিদ্ধ এসব সামগ্রী উদ্ধার করেছে। যদিও দেশে আমদানি এবং ব্যবহার নিষিদ্ধ, তবুও এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ ৭৩ হাজার টাকা। এর মধ্যে রিফিল লিকুইডের দামই প্রায় সাড়ে আট লাখ টাকা।

জিজ্ঞাসাবাদে এবং আগের নথিপত্র পর্যালোচনায় সংশ্লিষ্টরা নিশ্চিত হয়েছেন, মাওলানা আইয়ূব প্রথমবারের মতো এ ধরনের চোরাচালানে জড়িত হয়েছেন। এজন্য তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ, এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি।

এইচএসসি পরীক্ষা দুই মাস পেছানোর দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করেছেন ২৫ থেকে ৩০ জনের একদল পরীক্ষার্থী। দেশে হঠাৎ করে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় রোববার দুপুরে
বোর্ডের প্রধান ফটকে অবস্থান করে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা ‘সুরক্ষা না পরীক্ষা, পরীক্ষা পরীক্ষা’ এমন স্লোগান দিতে থাকেন। প্রায় তিন ঘণ্টা শিক্ষার্থীরা বোর্ডের প্রধান ফটক আটকে রাখায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, কিছু শিক্ষার্থী পরীক্ষা পেছানোর দাবিতে অবস্থান নিয়েছে বোর্ডের সামনে। বিভিন্ন বোর্ডেই শিক্ষার্থীরা এ দাবি নিয়ে যাচ্ছেন। তাদের যে দাবিগুলো ছিল সেসব আমরা আন্তঃবোর্ডে জানিয়েছি এবং তারা বিষয়টি গুরুত্বসহকারে শিক্ষা মন্ত্রণালয়ে জানাবেন। এছাড়া এককভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বোর্ডের নেই। পরিস্থিতি যদি সে রকম হয়, সরকার নিশ্চয় সেটা বিবেচনা করবে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, করোনার সংক্রমণ ফের বাড়ছে। অনেক শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্য ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন। এমন পরিস্থিতিতে আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত নই। এখন পরীক্ষা নেওয়া হলে আমাদের স্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
তারা জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অন্তত দুই মাস পরীক্ষা স্থগিত রেখে একটি যৌক্তিক সময়সূচি নির্ধারণ করা হোক। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত রাখবে তারা। তবে সেবা নিতে আসা অনেকেই শিক্ষার্থীদের এই অবস্থান কর্মসূচি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া জানান।

একজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, তোমরা বলছো, তিন লাখ শিক্ষার্থী পরীক্ষা দেবে। সেখানে আন্দোলনে এসেছে মাত্র ৩০ জন! আন্দোলন করো কিন্তু আমাদের হয়রানি আর ভোগান্তিতে ফেলছো কেন?

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ