আজঃ শুক্রবার ১৪ মার্চ, ২০২৫

বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪

প্রেস রিলিজ

বিশ্ব ভোক্তা অধিকার দিবস। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য বিষয় “স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”। দিবসটি পালন উপলক্ষে ১৫ মার্চ ২০২৪্ইং সকাল ১0 ঘটিকার সময় জেলা প্রশাসন চট্টগ্রাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রাম বিভাগের উদ্যোগে নগরীর চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম বিভাগের সুযোগ্য বিভাগীয় কমিশনার জনাব তোফায়েল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব কৃষ্ণ পদরায় বিপিএম(বার), পিপিএম, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক(ডিআইজি) জনাব নুরে আলম মিনা, দি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট জনাব ওমর হাজ্জাজ ও কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন বিশেষ অতিথি এবং চট্টগ্রামের জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান সভাপতিত্ব করবেন।
অনুষ্ঠানে ক্যাব সদস্য/সদস্য, ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, নারী ও পেশাজীবি নেতৃবৃন্দসহ সংস্লিষ্ঠ সকলকে যথাসময়ে যোগদানের জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক জনাক ফয়েজউল্যাহ, ক্যাব বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু ও সাধারন সম্পাদক অজয় মিত্র শংকু বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহী নিউ মার্কেটে পণ্য কিনে পুরষ্কার জিতে নিন

রাজশাহী নিউমার্কেট ব্যবসায়ীদের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতুর ও নববর্ষ উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। মাত্র ৫০০ টাকার পন্য ক্রয় নিয়ে জিতে নিতে পারেন প্রথম পুরস্কার সুজুকি জিকসার মোটরসাইকেল। দ্বিতীয় পুরস্কার দুই পাল্লার ফ্রিজ। তৃতীয় পুরস্কার সোনার চেন। এছাড়াও রয়েছে মোট ১০১ টি পুরস্কার আগামী ১৮ই এপ্রিল রাফেল ড্র অনুষ্ঠিত হবে। ঐ দিনই বিজয়ী কুপন নাম্বারের পুরস্কার দেওয়া হবে। অনেক পরে এরকম একটি আয়োজন করতে পেরে রাজশাহী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি অত্যন্ত আনন্দিত।

সকল ক্রেতা সাধারনকে রাজশাহী নিউমার্কেটে ঈদুল ফিতর এবং নববর্ষের আনন্দ কে ভাগাভাগি করে নিতে উনাদের এই আয়োজন করেছেন। আগামীতে ক্রেতা সাধারণের জন্য আরও বড় আকারে এই ধরনের ব্যতিক্রম ধরণের উপহারের ব্যবস্থা করা হবে। এই ক্যম্পেইন চলাকালীন সময়ে নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতি, সকলের সহযোগিতা কামনা করেছেন

নাসিবের সংস্কার কমিটি গঠন, আহবায়ক মির্জা মাসুদ

জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব)-এর সংস্কার কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি মির্জা মাসুদুর রহমানকে আহবায়ক করে ৭ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেয়া হয়েছে। গত ৬ মার্চ নতুন কমিটির অনুমোদনপত্রে  স্বাক্ষর করেছেন নাসিবের নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রিফাত খান। নাসিবকে পুনর্গঠনের অংশ হিসাবে এ সংস্কার কমিটি গঠন করা হয়েছে এবং পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এ কমিটির কার্যকাল নির্ধারণ করা হয়েছে। 

সাত সদস্যের সংস্কার কমিটির অন্য সদস্যরা হলেন, কে এম জহির ফারুক, মো. জাহাঙ্গীর হোসেন খান, মো. রুস্তম আলী, এএসএম আবদুল গাফ্ফার মিয়াজী, খলিলুজ জামান এবং কে এম তৌহিদুল ইসলাম বাবু।

নতুন কমিটি দেশের ক্ষুদ্র ও কুটির শিল্পখাতের উন্নয়নে ভূমিকা রাখবে এবং এ শিল্পের উন্নয়নে নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ