আজঃ বৃহস্পতিবার ১৯ জুন, ২০২৫

কোরআন অবমাননা : আফগানিস্তানে সুইডেনের কার্যক্রম বন্ধ 

পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনের কেন্দ্রীয় মসজিদের সামনে এক খৃষ্টান যুবক পুলিশের সামনে পবিত্র কোরআন শরীফের কয়েকটি পাতায় আগুন ধরিয়ে দেয়। এই ঘটনায় সারাবিশ্বের মুসলিমরা ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। এবার তালেবান সরকার আফগানিস্তানে সুইডেনের সব ধরণের কার্যকম বন্ধ ঘোষণা করেছে।

পবিত্র কোরআনে আগুন দেওয়ার তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান প্রশাসন। এই ঘটনার বিরোধীতা করে আফগানিস্তানে সুইডেনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

ঈদুল আজহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে পবিত্র কোরআনে আগুন দেয় এক ইরাকি খ্রিষ্টান অভিবাসী যুবক। দেশটির আদালত তাকে কোরআন পোড়ানোর অনুমতি দেয়। এই ঘটনার পর নিন্দার ঝড় ওঠে বিশ্বে।

তালেবান প্রশাসন মঙ্গলবার বলেছে যে, গত মাসে সুইডেনের রাজধানীতে মসজিদের বাইরে কোরআন পোড়ানোর পর আফগানিস্তানে সুইডেনের সমস্ত কার্যক্রম বন্ধ করতে হবে।

তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘পবিত্র কোরানের অবমাননা এবং মুসলিম বিশ্বাসের অবমাননার অনুমতি দেওয়ার পর … আফগানিস্তানে সুইডেনের সমস্ত কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।’

২০২১ সালে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে আফগানিস্তানে সুইডেনের দূতাবাস বন্ধ রয়েছে। তবে দেশটির বেসরকারি সংস্থা আফগানিস্তানের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। স্বাস্থ্য, শিক্ষা ও গ্রামীন উন্নয়নে কাজ করছে হাজার হাজার কর্মী। তালেবানের এই নির্দেশের পর এই সংস্থাগুলোর ওপর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

তবে তালেবান প্রশাসনের আদেশের বিষয়ে কোনো মন্তব্য করেনি সুইডেন। এছাড়া এই আদেশের আওতায় কাদের কার্যক্রম বন্ধ করা হবে সেটিও বিস্তারিত বলেনি তালেবান।

নারী কর্মীদের উপর বিধিনিষেধের কারণে আফগানিস্তানের সাহায্য খাত ইতোমধ্যেই গুরুতরভাবে বাধাগ্রস্ত হয়েছে। জাতিসংঘের নেতৃত্বাধীন বার্ষিক মানবিক পরিকল্পনার তহবিল হ্রাস প্রস্তাব করেছে। দাতা দেশগুলো সাহায্য কমিয়ে দিয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশ’র মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন।

চট্টগ্রাম হামজারবাগস্থ শাহানশাহ হক ভাণ্ডারী খানকাহ্ শরীফ এ গাছের চারা রোপণের মাধ্যমে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসিম চৌধুরী প্রতি বছরের মতো মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ-এর মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন। মাইজভাণ্ডারী গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর আওতাধীন আট শতাধিক শাখা কমিটির সদস্যবৃন্দকে বৃক্ষ রোপণে উদ্বুদ্ধকরণ চেষ্টার অংশ হিসেবে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ প্রতি বছর এই কর্মসূচি ঘোষণা করে থাকে।

এই বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্বোধন করে তিনি বলেন, পরিবেশ দূষণের মাত্রা কমিয়ে আনতে ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা পেতে নিয়মিত গাছের চারা রোপণের বিকল্প নেই। ত্বরিকতের হুকুম আহকাম পালনের সাথে সাথে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে সাংগঠনিক কাঠামোকে কাজে লাগিয়ে প্রতিটি শাখা কমিটির প্রত্যেক সদস্যকে অন্তত একটি ফলজ ও একটি বনজ গাছের চারা রোপণের জন্য উদ্বুদ্ধ করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

তিনি মাইজভাণ্ডার শরীফ গাউসিয়া হক মনজিল এর সম্মানিত সাজ্জাদানশীন রাহবারে আলম হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (মঃ)-’র দেখানো পথে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার মাধ্যমে এই বৃক্ষ রোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেয়ার আহ্বান জানান।

ধলই সফিউল বারী দরবার শরীফের চন্দ্র মাসিক মাহফিল সম্পন্ন।

ফরহাদাবাদ দরবার শরীফের অন্যতম খলিফা ও জামাতা হাজত রওয়া,মুশকিল কোশা আল্লামা শাহসুফি সৈয়দ সফিউল বারী (রহ.)’র পবিত্র চন্দ্র মাসিক ফাতেহা উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল গত ১৩ জুন’২৫ শুক্রবার বাদ এশা হুজুরের একমাত্র পুত্র শাহজাদা সৈয়দ নুরুল আলম ফরহাদাবাদীর সভাপতিত্বে দরবারে অনুষ্ঠিত হয়। হুজুরের বড় নাতি সৈয়দ গোফরান উদ্দিন ফরহাদের সঞ্চালনায় উক্ত মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন হযরত মওলানা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী,

বিশিষ্ট মাইজভান্ডারী লেখক ও গবেষক ডা. বরুণ কুমার আচার্য বলাই। সভায় এলমে শরিয়ত ও এলমে তরিকতের উপর সারগর্ভ আলোচনা করেন মওলানা শেখ আরিফুর রহমান, মওলানা সৈয়দ ওসমান গনি। হুজুরের বর্নাঢ্য জীবনে মজহাব মিল্লাতের খেদমতের কথা উল্লেখ করতে গিয়ে বক্তারা বলেন, “আল্লামা সফিউল বারী (রহ.) বিভিন্ন মাহফিলে শরিয়ত ও তরিকতের উপর যে সব আলোচনা করতেন সেগুলো তার বহুমুখী পাণ্ডিত্বের অধিকারী হিসেবে আল্লামা খেতাবে ভুষিত হন। তিনি সব সময় মানুষকে নামাজ, রোজা, হজ, যাকাত আদায়ের উপর গুরুত্ব দিতেন। বেশিরভাগ মানুষ শরিয়তের মাসালাগত জটিলতায় ওনার কাছে এসে সঠিক সমাধা নিতেন।” মাহফিলে সম্মানিত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাস্টার সৈয়দ বদিউল আলম, সৈয়দ জামাল উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ কুতুব উদ্দিন ফরহাদাবাদী, সৈয়দ করিমুল আবেদিন, মওলানা সৈয়দ মুহাম্মদ ইলিয়াছ,

হাফেজ নুরুল ইসলাম, আলহাজ্ব দেলোয়ার হোসেন মানিক, লায়ন ড. তরুণ কুমার আচার্য, সৈয়দ আহমদ উল্লাহ ফারুক, তাজাম্মাল হোসেন খান, নাজমুল হোসেন খান, শেখ মুহাম্মদ আশরাফুর রহমান আতিফ, সৈয়দ হাসনাইন মোর্শেদ, আক্তার হোসেন সওদাগর, এস এম সাজ্জাদ, শেখ মুহাম্মদ মসিউর রহমান আশিক, সৈয়দ আতাউর রহমান, আব্দুল হক সুমন, সৈয়দ মুহাম্মদ ওমাইর আকিব, সৈয়দ মুহাম্মদ ইমতিয়াজ, ঝুমুর সর্দার প্রমুখ। মিলাদ কিয়াম পরিবেশন করেন সাহেবজাদা সৈয়দ সামিউল হক ফরহাদাবাদী ও আখেরি মুনাজাত করেন মওলানা সৈয়দ মোফাক্কেরুল ইসলাম মির্জাপুরী(ম.)। সর্বশেষ সকলের মাঝে তবারুক পরিবেশন করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ