
মাইজভা-ার দরবার শরীফে গরীব ভক্ত ও আশেকান নারী-পুরুষ ও শিশুদের ঈদবস্ত্র ও খাবার দিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম।পবিত্র ১১ রমজান ২২ মার্চ দুপুরে পবিত্র মাইজভান্ডার দরবার শরীফে সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী ও সৈয়দ গোলামুর রহমান কেবলা কাবা এবং সৈয়দ শফিউল বশর মাইজভা-ারীর মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম মাইজভা-ারীর মাজার জিয়ারত শেষে তিনি মাইজভা-ার দরবার শরীফ এলাকায় মাইজভা-ার দরবার শরীফের ভক্ত আশেকান রোজাদার ৫ শতাধিক নারী পুরুষ ও শিশুদের মাঝে ঈদবস্ত্র শাড়ি, ত্রিপিস, লুঙ্গি, শার্ট, তৈরি খাবার বিতরণ করেন। এ সময় ভক্ত ও আশেকানদের উদ্দেশ্যে তিনি বলেন, আল্লাহর অলি ও মাইজভান্ডার তরিকার যারা ভক্ত ও আশেকান তাদের সাথে আমার পিতা, আমি এবং আমার পরিবারের নিবিড় সম্পর্ক বিদ্যমান। দুনিয়াবি স্বার্থ পরিহার করে যারা মাইজভা-ার দরবারে দিন-রাত যাপন করে জিকির করে তাদের আত্মার সাথে আল্লাহর অলিদের যোগসূত্র খুঁজে পাওয়া যায়। আধ্যাত্মিক জগতে যারা বিচরণ করেন তাদের দুনিয়াবী কোন লোভ-লালসা থাকে না।
পরে মেয়র দরবারে মুসাবিয়া গমন করে জেয়ারত শেষে ঈদবস্ত্র ও তৈরি খাবার বিতরণ করেন। এ সময় সাবেক মেয়রের সুযোগ্য পুত্র সমাজসেবক আলহাজ¦ মোহাম্মদ সাইফুল আলম, মাওলানা সৈয়দ ইউনুস রজভী, সাবেক অধ্যক্ষ বাদশা আলম, আবু জাফর, সাইফুল আলম ও নাতি সোয়াম আব্দুল্লাহ মনজুর আলম সহ অন্যরা ছিলেন।