
আজ ২৩শে মার্চ দুপুরে নীলফামারী জেলার ডিমলা উপজেলার ডিমলা বাবুরহাট স্মৃতি অম্লান সুটিবাড়ী মোড়ে তিস্তা সহ অভিন্ন ৫৪টি নদী রক্ষা আন্দোলন ও নিত্যপন্য চাল,ডাল,তেল,লবন,ছোলা ইত্যাদি পন্যের উর্ধমুল্য কমানোর দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) পথসভা,সমাবেশ ও মানব বন্ধন করে। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জননেতা কমরেড সৈয়দ লিটন মিয়া তালুকদার । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রমেন সিং মনি সিং। বক্তব্যে কমরেড সৈয়দ লিটন তালুকদার বলেন, সারাদেশে ঘুষ, দুর্নীতি, নির্যাতন নিপীড়ন বন্ধ করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্হান,ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।