
চট্টগ্রাম বিমানবন্দরে বিদেশী সিগারেট এর বিশাল চালানসহ স্বর্ণালংকার ও মোবাইল ফোন উদ্ধার
গোপন তথ্যের ভিত্তিতে এনএসআই চট্টগ্রাম বিমানবন্দর টিম, শুল্ক গোয়েন্দা এবং বিমানবন্দর কাস্টমস এর যৌথ অভিযানে ০২ জন যাত্রীর কাছ থেকে ৪৮০ কার্টুন বিদেশি সিগারেট, মন্ড ও ইজি লাইট,
৯৯ গ্রাম স্বর্ণালংকার (২২ ক্যারেট) এবং ২ টি মোবাইল ফোন।মোহাম্মদ শাহিদুল আলম, পাসপোর্ট নং: BP0249856, রাউজান, চট্টগ্রাম এবং মোহাম্মদ আরমান হোসেন, পাসপোর্ট নং: EG0137562, রাউজান, চট্টগ্রাম এর কাছ থেকে এসব জব্দ করা হয়।
তারা এয়ার এরাবিয়া এর 3L-061 ও G9-520 ফ্লাইটদ্বয় যোগে আবুধাবি ও শারজাহ হতে রাত ১৯:৫০ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান।উদ্ধারকৃত স্বর্ণালংকার, মোবাইল ফোন এবং সিগারেট বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
এসব জিনিসের আনুমানিক বাজারমূল্যঃসিগারেট = (৪৮০ × ৩,৫০০) ১৬,৮০,০০০স্বর্ণালংকার = ৯,৬৮,২২০ (বাজুস এর তথ্য অনুযায়ী, প্রতি গ্রাম ২২ ক্যারেট স্বর্ণালংকার এর বাজারমূল্য ৯,৭৮০টাকা
৪ টি মোবাইল = ২,১৬,০০০-টাকা। সর্বমোট বাজারমূল্য = ২৮,৬৪,২২০টাকা।