আজঃ শুক্রবার ২৫ এপ্রিল, ২০২৫

ময়মনসিংহ:

মসজিদের ওযুখানা থেকে পরিত্যক্ত নবজাতক উদ্ধার।

তৌহিদুল ইসলাম সরকার স্টাফ রিপোর্টার।

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মসজিদের ওযুখানা থেকে পরিত্যক্ত অজ্ঞাতনামা নবজাতক শিশু কে উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাতে মসজিদের অযুখানায় নবজাতক শিশুটিকে কেউ রেখে যায়।

জানা যায়, উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর নুর-ই এলাহী মসজিদের ইমাম হাফেজ লুৎফর রহমান রাত আনুমানিক পৌনে ১২:টার দিকে মসজিদের ওযুখানায় কান্নার শব্দ শুনতে পান। পরে এ সংবাদ ছড়িয়ে পড়লে,স্থানীয়রা এসে মসজিদের ওযুখানায় একটি ছেলে শিশু বাচ্চা কে পরে থাকতে দেখে, তাৎক্ষণিক হোসেনপুর থানা পুলিশকে খবর দেন এবং স্থানীয়দের সহযোগিতায় হোসেনপুর থানা (ওসি তদন্ত) টুটুল উদ্দিন, সঙ্গীয় ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে আনুমানিক ১৫-২০ দিন বয়সের অজ্ঞাত ছেলে শিশু কে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে, হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নিয়ে আসেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ তানভীর হাসান (জিকো) দ্রুত হাসপাতালে এসে বাচ্চাটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অত্র হাসপাতালে ভর্তির ব্যবস্থাসহ নবজাতকের খাবারের (দুধ) ব্যবস্থা করেন। এবং শিশুটি শংকা মুক্ত সুস্থ আছেন বলে জানান। শিশুটির পরিচর্যায় আছেন হাসপাতালের ডিউটি ডাক্তার, নার্সগন।

হোসেনপুর থানা অফিসার ইন চার্জ নাহিদ হাসান সুমন জানান, খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে পুলিশ পাঠানো হয় ও শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য হাসপাতালের তত্ত্বাবধানে রয়েছে। এ ব্যাপারে সমন্বয়ের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে সন্ত্রাসী ছোট সাজ্জাদের রিমান্ড মঞ্জুর।

:চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে পালানোর মামলায় বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের ষষ্ঠ মেট্টোপলিটন আদালত এস এম আলাউদ্দিন এ আদেশ দেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন জানান, পুলিশের অভিযানের সময় গুলি ছুড়ে পালিয়েছিলেন চট্টগ্রামের অন্যতম শীর্ষ অপরাধী হিসেবে পরিচিত সাজ্জাদ। ওই ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন। বায়েজিদ থানা পুলিশের করা ওই ঘটনার মামলায় তাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন মোড়ের জালালাবাদ পেট্রোল পাম্পের পেছনের একটি ভবনে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ধরতে অভিযান চালিয়েছিল পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়েন সাজ্জাদ। গোলাগুলির এক পর্যায়ে পাশের ভবনের ছাদে লাফ দিয়ে পালিয়ে যান তিনি। ওই সময় কাজল ও জাবেদ নামে দুজন গুলিবিদ্ধ হয়েছিলেন। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে সাজ্জাদকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছিল।
এছাড়া গত ১৫ মার্চ রাতে রাজধানী ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম। পরে তাকে চট্টগ্রাম নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলা ও সিএমপির বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজিসহ মোট ১৬টি মামলা আছে।
সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী। তার বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায়। ২০২৪ সালের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছিল। পরের মাসে তিনি জামিনে বেরিয়ে আসেন। একই বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সাজ্জাদের বেপরোয়া কর্মকাণ্ডে খোদ পুলিশে তোলপাড় শুরু হয়।
২০২৪ সালের ২১ অক্টোবর বিকেলে চান্দগাঁও থানার অদুরপাড়া এলাকায় দোকানে বসে চা পান করার সময় তাহসিন নামের এক যুবককে গুলি করে হত্যা করে কালো রংয়ের একটি গাড়িতে করে আসা লোকজন। ওই ঘটনায় চান্দগাঁও থানায় তাহসিনের বাবার দায়ের করা মামলায় প্রধান আসামি করা হয়েছিল পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে।এছাড়া গত বছরের ১৮ সেপ্টেম্বর নগরীর বায়েজিদ বোস্তামি থানার কালারপোল এলাকায় একটি নির্মাণাধীন ভবনে চাঁদা না পেয়ে গুলি করেন সাজ্জাদ। ওই ঘটনার একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।
সর্বশেষ গত ২৯ মার্চ গভীর রাতে নগরীর বাকলিয়া থানার রাজাখালী এলাকায় ছোট সাজ্জাদের সহযোগীরা একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুঁড়েন। এতে দুজন নিহত ও দুজন আহত হয়েছিলেন। ছোট সাজ্জাদের প্রতিদ্বন্দ্বী সরোয়ার হোসেন বাবলা সাজ্জাদকে পুলিশের কাছে ধরিয়ে দেন বলে তার সন্দেহ ছিল। এজন্য সরোয়ারকে টার্গেট করে ছোট সাজ্জাদের অনুসারী সন্ত্রাসীরা গাড়িতে গুলিবর্ষণ করেছিল। গত ৬ এপ্রিল জোড়া খুনের মামলায় সাজ্জাদকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছিলেন আদালত।

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে।।

ময়মনসিংহের নান্দাইল মডেল থানায় বুক কর্নারের উদ্বোধন করা হয়েছে।। এই বুক কর্নারটি’র উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার।

এই বুক কর্নানের ঠিক সামনেই হাজতখানা-ভিতরে অনেক হাজতি রয়েছেন। এই বুক কর্নারে রয়েছে-কোরআন শরীফ, উপন্যাস,কবিতা,আত্মজীবনী,ধর্মীয়সহ বিভিন্ন ধরনের বই।

প্রশাসনের সামনে এই বই কর্নারের দিকে সু-দৃষ্টিতে তাকিয়ে দেখছেন অনেকেই। ওই সময় দায়িত্বরত পুলিশ কনস্টেবল বলেন, এই বই আপনাদের জন্য। কেউ চাইলে কোরআন শরিফও পড়তে পারবেন। এ কথা শুনে দুইজন হাজতি দুটি বই নিতে আগ্রহ প্রকাশ করেন। পরে বই দিলে ভেতরে নিয়ে পাতা উল্টাতে থাকেন।

নান্দাইল থানার ওসি আনোয়ার হোসেন বলেন, অপরাধ নিয়ন্ত্রণই পুলিশের মুখ্য দায়িত্ব। অপরাধীদের শাস্তি নিশ্চিত করার পাশাপাশি তাকে সুপথে আনতে নানাভাবে উদ্বুদ্ধ করতে হয়। হয়তো সাময়িক ভুলের কারণে কেউ অপরাধী হয়েছেন। এই বই পড়ে তার মনোজগতে পরিবর্তন আসতে পারে। নিজেকে সংশোধন করে তিনি সুন্দর মনের মানুষে পরিণত হতে পারেন। তিনি যেন আর অপরাধে না জড়ান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার বলেন, থানা-হাজতে অল্প সময়ের জন্য আসামিদের রাখা হয়। এ সময় আসামিরা হাজতে নয় পাঠাগারে আছেন, এমন উপলব্ধি তৈরি করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এই বই পড়ে কেউ যদি একটু হলেও নিজের পরিবর্তন আনতে পারে তাহলেই উদ্দেশ্য সফল হবে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) মোঃ ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মো.আনোয়ার হোসেন, বই পড়া আন্দোলনের সভাপতি মোহাম্মদ এনামুল হক বাবুল, সিনিয়র সাংবাদিক রবিউল আলম ফরাজি সাংবাদিক মোখলেসুর রহমান সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ