আজঃ মঙ্গলবার ১৮ মার্চ, ২০২৫

কুলিক নদীতে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু

সফিকুল ইসলাম শিল্পী,

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলা নববর্ষ উপলক্ষে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে খনজনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসমিন(১০) উপজেলার খনজনা গ্রামের ইব্রাহীম এর মেয়ে এবং তাসলিমা বেগম (৮) দিনাজপুর সদর উপজেলার মহারাজা মোড় এলাকার ইউসুফ আলীর মেয়ে। তাসলিমা খনজনায় তার নানার বাড়ি বেড়াতে এসেছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শিরা জানায়, ঘটনার দিন দুপুরে ইয়াসমিন ও তাসলিমা খেলা করতে করতে বাংলা নববর্ষ উপলক্ষে সবার অগোচরে হঠাৎ বাড়ির পাশে কুলিক নদীতে গোসল করতে যায়। সাঁতার না জনার কারণে বেশি পানিতে গেলে তারা দু’জনেই পানির নিচে তলিয়ে যায়। বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে। পরে স্থানীয়রা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ না থাকায় তাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

বিএনপি’র সাবেক মহাসচিব, বরেণ্য রাজনীতিবিদ এ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন এর ১৪তম মৃত্যুবার্ষিকী

“বিএনপি’র সাবেক মহাসচিব, স্বাধীনতা সংগ্রামী, ভাষা সৈনিক ও বিশিষ্ট রাজনীতিবিদ এ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুবার্ষিকীর এই দিনে আমি তাঁর বিদেহী আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধা। মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের ছিল বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, একজন আত্মপ্রত্যয়ী, আদর্শনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের মনে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত

থাকবেন। কথার সাথে কাজের মিল ছিল তাঁর চারিত্রিক বৈশিষ্ট। দৃঢ়তা, অটুট মনোবল এবং ব্যক্তিত্বে তিনি ছিলেন অনন্য উচ্চতায় একজন ব্যতিক্রমী রাজনীতিবিদ। ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার, স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের মুক্তির সকল সংগ্রামে তিনি রেখেছেন অসামান্য অবদান। মৃত্তিকা ঘনিষ্ঠ এই রাজনীতিবিদ আজীবন জনকল্যাণে নিজেকে যুক্ত রেখেছিলেন। ১/১১-তে দেশের এক চরম রাজনৈতিক সংকটকালে বিএনপি মহাসচিবের দায়িত্ব¡ কাঁধে নিয়ে মরহুম খোন্দকার

দেলোয়ার হোসেন দলের বিরুদ্ধে চক্রান্ত রুখে দিতে যোগ্য নেতৃত্ব দিয়েছিলেন। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী দর্শনকে বুকে ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে গণতন্ত্রে উত্তরণের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে এ্যাডভোকেট খোন্দকার দেলোয়ার হোসেন এর অবদান দল ও দেশবাসী চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

ঠাকুরগাঁওয়ে জেলা যুবদলের উদ্যোগে পরিছন্নতার কার্যক্রম।

আমার ঠাকুরগাঁও আমার অহংকার আমার দায়িত্ব রাখবো পরিষ্কার এই স্লোগান কে সামনে রেখে ও মাহে রমজানের পবিত্রতা রক্ষার স্বার্থে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে পৌরবাসীর মাঝে জনসচেতনা বৃদ্ধির লক্ষ্যে পরিছন্নতার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে তারা বের হয়ে চৌরাস্তা, স্বর্ণ পট্টি, আমতলা হয়ে কয়েকটি সড়ক পরিষ্কার করে পুনরায় একই স্থানে এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, সদর উপজেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক মাসুদ রানা ডানো, পৌর যুব দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন সাংগঠনিক সম্পাদক শামীম সহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ