
-
বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম সুলতানের ৯৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে চলছে ১৫ দিনব্যাপি সুলতান মেলা-২০২৪। এ উপলক্ষে ২৬এপ্রিলে
বিকালে সুলতান মঞ্চে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও এস,এম সুলতান ফাউন্ডশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দুইশতাধিক শিশু প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শি¶া ও আইসিটি) এম এম আরাফত হোসেন,নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জয় দাস, এস, এম, সুলতান সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুর্খাজীসহ বিভিন সাংস্কৃতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।এ মেলার পর্দা নামবে আগামী ২৯ এপ্রিল। বাংলাদেশ শিল্পকলা একাডেমী ও ঢাকা বিশ^বিদ্যালয়ের চারুকলা ইন্সস্টিটিউটের যৌথ সিদ্ধান্তে এবার সুলতান ¯^র্ণ পদক পাচ্ছেন বাংলাদেশ চারু ও কারুকলা মহাবিদ্যালয়র চিত্রশিল্পী নাসিম আহমেদ নাদভী।
জানা যায়, ১৯৭৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চারুকলা বিভাগের কার্যক্রম শুরুর রাতে তিনি অন্যতম ভূমিকা রাখনে। তিনি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। এছাড়া দেশ ও বিদেশে তাঁর অসংখ্য একক ও যৌথ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। ১৯৭৬ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে বরেণ্য শিল্পী এস.এম সুলতানের যে একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছিল সেখানে তাঁর সক্রিয় ভূমিকা ছিল। বর্তমানে তিনি শিল্প চর্চার পাশাপাশি বাংলাদেশের শিল্প আদালনের একজন পথিকৃত। মেলার সমাপনী দিনে গুণি এই চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক প্রদান করা হবে।



নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (১২ নভেম্বর) সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।এরআগে গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে পৌরশহরে চেকপোস্ট বসিয়ে তলাশি করার সময় ওই দুইজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়।মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।







