
জেলা শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে মঞ্চস্থ হয় রাজনৈতিক সচেতনতাধর্মী নাটক “অ সমাচার”। নানা অবিচার,অনিয়ম, অন্যায়, অকল্যাণ ও অপ্রীতিকর ঘটনার সম্পর্কে সচেতনতাধর্মী নাটক “অ সমাচার” তরুণদের রাজনৈতিকভাবে সচেতন হিসেবে গড়ে তোলার ক্ষুদ্র প্রয়াস। ইউএসএইড ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউট (আই আর আই) এর সহযোগিতায়, “দ্যা পজিটিভ প্রিজম: এ বিট অফ অপটিমিজম ফর সোশ্যাল চেইঞ্জ” প্রকল্পের আওতায়, ‘আজীতার’ প্রযোজনায় মঞ্চায়নের শুরুতে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইআরআই বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার অমিতাভ ঘোষ এবং রেসিডেন্ট প্রোগ্রাম ডিরেক্টর ক্রেগ হেলস্টেড। সমাপনী বক্তব্য রাখেন প্রজেক্ট কো অর্ডিনেটর নিপা দাশ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সায়েদা মুশরেফা জাহান, প্রোগ্রাম এসোসিয়েট, আইআরআই বাংলাদেশের প্রায় শতাধিক দর্শক। বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামীতে দেশের আর্থ-সামাজিক ও রাজনীতির হাল ধরবে এমনটাই হওয়া উচিত। কিন্তু রাজনীতির একাল সেকাল পর্যালোচনায় দেখা যায় নব্বইয়ের দশকের আগে যেখানে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক ঘটনায় তরুণদের উপস্থিতি ছিল সামনের সারিতে, বর্তমানে অধিকাংশ তরুণ ও যুব সমাজের মধ্যে রাজনীতির প্রতি তৈরি হয়েছে অনীহা। নাটকে রচনা ও নির্দেশনায় ছিলেন নাট্যকার ও নির্দেশক মোকাদ্দেম মোরশেদ, অভিনয়ে নিপা দাশ, জুলিয়েট কুইয়া, সাগর দেব নাথ, দিগন্ত রায়, ঋজু লক্ষ্মি অবরোধ, বিশ্বনাথ ভৌমিক, সালোয়া তাবাসসুম, কাইফি খান, আবদুল আহাদ, হৃদয় দেব এবং সুমেধ বড়ুয়া। আলোক প্রক্ষেপক ছিলেন আদনান সামি এবং সাউন্ডে জ্যোতির্ময় জ্যোতি। সার্বিক সহযোগিতায় ছিলেন সুদীপ্ত রায়, মোজাম্মেল হোসেন, সাদিয়া সেলিম, রিটু রায়, ঐন্দ্রিলা কানুনগো, কেয়া দত্ত ,সায়ন দাশ,মেহেদী হাসান সানি ও শ্রাবণী দাশ।