
নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবেশগত সুরক্ষা নিশ্চিত করতে পুরুষ ও কিশোরদেরকে আরও বেশি সম্পৃক্ত করা প্রয়োজন। বরিশালে এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।সুইডেন ভিত্তিক উন্নয়ন সংস্থা ম্যান’র সহযোগিতায় পরিবেশবাদী সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস ও বাংলাদেশ এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট সোসাইটির যৌথ আয়োজনে নগরীর একটি হলরুমে আয়োজিত দিনব্যাপি কর্মশালায় দেশের ৪ টি জেলার অর্ধশত তরুণ অংশ নেন। বরিশালসহ জেলাগুলো হল খুলনা, সাতক্ষীরা ও কুড়িগ্রাম। এসময় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের নির্বাহী সমন্বয়কারী সোহানুর রহমান ইকো-মেন উদ্যোগের বিষয়ে কর্মাশালায় প্রধান ধারণাপত্র উপস্থাপন করেন।কর্মশালায় ৮ মাস ব্যাপী চলমান ইকো-মেন প্রকল্পের ২য় পর্যায়ের কার্যক্রম উদ্বোধন করা হয়। এ প্রকল্পের আওতায় জেন্ডার বৈষম্য দূর ও পরিবেশ রক্ষায় বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে। নারী অধিকার ও পরিবেশের অধিকারসহ যেকোনো অধিকারের মূল্যবোধ একই। ফলে যে কৌশল পরিবেশের সুরক্ষা ও তত্বাবধানে কাজ করবে, তা নারী অধিকার রক্ষায়ও কাজ করবে। তাই পুরুষ ও কিশোরদের সম্পৃক্তকরণের মাধ্যমে পরিবেশগত তত্বাবধানে জেন্ডার রুপান্তরমূলক (ট্রান্সফরমেটিভ) কৌশল প্রয়োগ করতে হবে।