এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে চট্টগ্রাম বিএসটিআই বিভাগীয় অফিসের উদ্যগে গতকাল সোমবার এক আলোচনা সভার আয়োজন করা হয়। সঠিক ওজন ও পরিমাপের গুরুত্ব এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে প্রতিবছর বিশ্বব্যাপী বিশ্ব মেট্রোলজি দিবস পালন করা হয়ে থাকে। দিবসটিতে এবার প্রতিপাদ্য ধরা হয়েছে-‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়ে থাকে। বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে জাতীয় মান সংস্থা হিসেবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) চট্টগ্রাম বিভাগীয় অফিসে উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে গতকাল সকাল ১১ টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে বিএসটিআই চট্টগ্রাম বিএসটিআইয়ের বিভাগীয় অফিসের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ইয়াছমিন পারভীন তীবরিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুবুল আলম, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসেন। সভায় শিল্প উদ্যোক্তা, ট্রেডবডি নেতা, ব্যবসায়ী, সিএনজি পাম্পের মালিক, সাংবাদিক ও ক্যাব প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা অংশগ্রহন করেন।










