
চট্টগ্রাম বিশ্বমৈত্রী বৌদ্ধ বিহারে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে বৈশাখী পুর্ণিমা (বৌদ্ধ পূর্ণিমা) পালন করছে বৌদ্ধ ধর্মালম্বীরা। গৌতম বুদ্ধের জন্মতিথি, বুদ্ধত্ব লাভ ও পরিনির্বাণ লাভ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করা হয়।
মহানগর আগ্রাবাদ সিডিএ আ/এ আগ্রাবাদস্থ বৃহত্তর বিশ^মৈত্রী বৌদ্ধ বিহারে বুদ্ধের জন্ম, বুদ্ধের বুদ্ধত্বলাভ ও বুদ্ধের মহাপরিনির্ব্বান লাভে ত্রি-স্মৃতি বিজড়িত বুদ্ধ পূর্ণিমাতে (বৈশাখী পূর্ণিমাতে) র্যালীতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ফ্রিপোর্ট হিলচাদি গাং বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত সাধনা জ্যোতি মহাথের। অত্র বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত বিজয়ানন্দ মহাথের, ভদন্ত প্রজ্ঞা দর্শন ভিক্ষু, কীর্তি পাল ভিক্ষুসহ প্রমুখ প্রাজ্ঞ ভিক্ষু সংঘ আর অত্র বিহারের সভাপতি ইঞ্জিনিয়ার হেম চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক বঙ্গরত্ন চাকমা, সাধারণ সম্পাদক সুস্বপন চাকমা, সহ-সভাপতি বেনজিন চাকমা, সহ-সভাপতি মহেন্দ্র চাকমা, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার রিকন চাকমা, সহ-সভাপতি ডা: মেটুস চাকমা, সহ-সভাপতি মিসেস নলিজা চাকমা, সাধারণ সম্পাদক ইজ্ঞিনিয়ার জ্ঞানমিত্র চাকমা প্রিয়দর্শী, অর্থ সম্পাদক সুভাগ্য চাকমা, সহ অর্থ সম্পাদক জ্ঞান প্রদীপ চাকমা, সিয়ং বিষয়ক সম্পাদক সমর কান্তি চাকমা, পূজা বিষয়ক সম্পাদক মিসেস গীতা রানী চাকমা, বাবু রাজধন চাকমা, সহ পূজা বিষয়ক সম্পাদক জগত তারা চাকমা, বাবু হেলেন চাকমা, ভাষা ও ধর্মীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বাবু সম্পদ চাকমা, বাবু ইঞ্জিনিয়ার প্রিয়জ্যোতি চাকমা, বাবু সুদীপ চাকমাসহ অগনিত দায়ক-দায়িকাবৃন্দের উপস্থিতিতে উৎসব মুখর সমাহরে বুদ্ধপূর্ণিমাটি পালন করা হচ্ছে।