
আগামী ২৭শে জিলক্বদ ১৪৪৫হিজরী, ৫ জুন ২০২৪খ্রি. বুধবার মাইজভাণ্ডারী ত্বরিকার একমাত্র প্রবর্ত্তক, রাসূলে পাকের তাজধারী হযরত গাউসুলআজম মাইজভাণ্ডারী, মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১২২তম চান্দ্রবার্ষিক (কমরী) ওরশ মাহফিল উপলক্ষে শান-এ গাউসুলআজম মাইজভাণ্ডারী ফোরামের ব্যবস্থাপনায় মাইজভাণ্ডারী ত্বরীকার তরতিব অনুযায়ী জিকির ও সামা মাহফিল গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দান মাইজভাণ্ডার শরীফে অনুষ্ঠিত হবে। এতে সকলকে উপস্থিতির আহবান জানিয়েছেন শান-এ গাউসুলআজম মাইজভাণ্ডারী ফোরামের চেয়ারম্যান, দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী মহামান্য জিম্মাদার, মুন্তাজেম ও সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসুফি ডা. সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারী (ম.),শান-এ গাউসুলআজম মাইজভাণ্ডারী ফোরামের ভাইস চেয়ারম্যান, জাঁ-নশীনে অছিয়ে গাউসুলআজম শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.) কর্মসূচীর মধ্যে রয়েছে বাদ বাগরিব রওজা-এ পাক জিয়ারত, বাদ্ এশা জিকির ও সামা মাহফিল ।