আজঃ রবিবার ১৩ জুলাই, ২০২৫

মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় আ.জ.ম নাছির উদ্দীন

ডা. আফছারুল আমিন বিত্তবান সমাজসেবীর যোগ্য উত্তরসুরী

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী বলেছেন, সৎ ও জনদরদী নেতৃত্ব ছাড়া কখনো একটি রাজনৈতিক বলয় পরিশুদ্ধ হতে পারে না। প্রয়াত জননেতা ডা: মো: আফছারুল আমিনের মত পরিশুদ্ধ রাজনৈতিকরাই দল ও দেশের সম্পদ। এ ধরনের রাজনৈতিক নেতার দুর্ভিক্ষ রাজনীতির অঙ্গনকে বিচলিত ও বিব্রত করেছে। তিনি গতকাল রোববার সকালে কাজির দেউড়ীস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সাবেক মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা: মো: আফছারুল আমিনের প্রথম মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন। তিনি আরো বলেন, বিত্ত-বৈভব থাকতেই পারে। তবে ব্যক্তির অর্জিত বিত্ত-বৈভবের অংশীদারীত্ব সাধারণ মানুষের মধ্যে বিলিয়ে দিতে পারাটাই মহত্বের লক্ষণ। এই চট্টগ্রামে অনেক বিত্তবান রাজনীতিক তাদের সম্পদের একটি বড় অংশকে জনকল্যাণে নিবেদিত করেছেন। আফছারুল আমিন তেমনি একজন বিত্তবান সমাজসেবীর যোগ্য উত্তরসুরী। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন বলেছেন, সাহসিকতা ও নির্ভীকতা একজন আদর্শিক রাজনীতিকের সবচেয়ে বড় গুণ। একজন রাজনীতিককে অবশ্যই ভাবতে হবে ব্যক্তি স্বার্থের ঊর্দ্বে থেকে দল ও জাতির জন্য নিবেদিত হতে পারলেই তিনি সার্থক হবেন। নচেৎ বিস্মৃতির অতলে হারিয়ে যেতে হবে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ্ব শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, সম্পাদকমন্ডলীর সদস্য এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, মাহবুবুল হক মিয়া, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন, মরহুমের সহধর্মিনী ডা: কামরুন্নেছা, মরহুমের ভাই ডা: আরিফুল আমিন, নির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, মহানগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার, থানা আওয়ামী লীগের আলহাজ্ব ছিদ্দিক আলম, আসলাম হোসেন, রেজাউল করিম কায়সার, ওয়ার্ড আওয়ামী লীগের নুরুল আমিন, ইসকান্দর মিয়া, হাজী মো: হাসান, সাইফুদ্দিন খালেদ, কায়সার মালিক। সভামঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব নঈম উদ্দিন চৌধুরী, উপদেষ্টা শেখ মাহমুদ ইছহাক, সম্পাদকমন্ডলীর সদস্য হাসান মাহমুদ শমসের, হাজী মো: হোসেন, ইঞ্জি: মানস রক্ষিত, আবু তাহের, ডা: ফয়সল ইকবাল চৌধুরী, শহিদুল আলম, নির্বাহী সদস্য আবুল মনসুর, সৈয়দ আমিনুল হক, বখতিয়ার উদ্দিন খান, জাফর আলম চৌধুরী, মহব্বত আলী খান, ড. নেছার উদ্দিন মঞ্জু, মরহুমের সন্তান মো: ফয়সাল আমিন। এর আগে সকালে খতমে কোরআন, দোয়া মিলাদ মাহফিল ও মরহুমের কবরে ফুল দিয়ে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীনের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পূর্বধলায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও রাজনৈতিক কর্ম পরিকল্পনা’ নিয়ে নেত্রকোণার পূর্বধলায় দলীয় নেতা কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বধলা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বেলা ১১টার দিকে সাবেক সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর বাস ভবনে (স্টেশন বাজার সংলগ্ন) এ মতবিনিময় সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ময়মনসিংহের মুমিনুন্নেছা কলেজের সাবেক ভিপি অধ্যক্ষ রাবেয়া আলী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ৩ বারের সংসদ সদস্য ডা. মোহাম্মদ আলীর পুত্র ও পূর্বধলা উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম (রানা)।

সভায় উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো. মুজিবর রহমান মানিক এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক মো. এনামুল হক হলুদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনার, ঘাগড়া ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান রইছ উদ্দিন মন্ডল প্রমুখ।

পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ।

পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির প্রার্থী হাসান জাফির তুহিন এর মতবিনিময় সভায় পুলিশের একটি গাড়ি থেকে সরাসরি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ করার ঘটনা ঘটেছে। এটি ঘিরে জনমনে প্রশ্ন ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অনুষ্ঠিত হয়েছে পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন এর মতবিনিময় সভা। উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ এর সামনে এই সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, সভায় অংশ নিতে পাবনা-০৩ এলাকার (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) উপজেলার এবং তুহিনের নিজ এলাকা সুজানগর থেকে বাস ও মাইক্রোবাস যোগে আগত নেতাকর্মীদের মাঝে একপর্যায়ে পুলিশের একটি গাড়ি থেকে প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত লোকজনের অনেকেই ঘটনাটি ছবি এবং ভিডিওর মাধ্যমে ধারণ করেন। এই চিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে জনমনে প্রশ্ন দেখা দেয়। সরকারি সম্পদ কীভাবে একটি রাজনৈতিক দলের প্রচারণায় ব্যবহৃত হলো?

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের পুলিশ সদস্যরা সেখানে গাড়িটি পার্ক করে দায়িত্ব পালন করছিলেন। হয়তো তখনই এই ঘটনা ঘটেছে। আমাদের পুলিশ সদস্যরা ইচ্ছা করে এমন কিছু করেননি।’

স্থানীয়রা বলছেন, নির্বাচনপূর্ব পরিস্থিতিতে এমন ঘটনা প্রমাণ করে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ। তারা এই বিষয়ে তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ