
গত ৫ জুন ২০২৪, ২৭ জিলক্বদ ১৩৪৫ হিজরি, বুধবার, গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) ১২২তম কমরী ওরশ শান-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী ফোরামের ব্যবস্থাপনায় ফোরামের চেয়ারম্যান আওলাদে রাসুল, আওলাদে গাউছুল মাইজভাণ্ডারী ডাক্তার শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী ফোরামের ভাইস চেয়ারম্যান শাহসুফি সৈয়দ শহিদুল হক মাইজভাণ্ডারী, অন্যান্য আওলাদে মাইজভাণ্ডারী এবং অসংখ্য আওলাদে খোলাফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারীর উপস্থিতিতে মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ আবদুল্লাহ আল নোমান আজিজী। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী হাওলাপুরী, শেখ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি। ছেমা পরিচালনা করেন কাওয়াল সৈয়দ নাছের ও তার দল। সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ-ক্বিয়াম ও মোনাজাত পরিচালনা করেন শেখ শহিদুল্লাহ ফারুকী চরণদ্বীপি। সঞ্চালনায় ছিলেন সৈয়দ আবুল ফজল মনসুর উল্লাহ সুলতানপুরী। উপস্থিতি ছিলেন চরণদ্বীপ দরবার, আমির ভাণ্ডার দরবার, ফরহাদাবাদ দরবার, সাতগাছিয়া দরবার, রাহে ভাণ্ডার দরবার, রাজভাণ্ডার দরবার, রাহাতিয়া দরবার, আজিমনগর দরবার, আবদুল গণি চৌধুরী দরবার, দরবার-এ-আজিজিয়া, কাঞ্চননগর দরবারে রহমানিয়া, এয়াকুব ভাণ্ডার দরবার, বারেক শাহ দরবার, আবদুর রশিদ শাহ দরবার, সাতবাড়িয়া হাফেনগর দরবার, আহল্লা দরবার, আবদুল গণি কাঞ্চনপুরী দরবার, দরবারে কামালিয়া, চট্টগ্রাম দরবার, ঠান্ডা আলী শাহ দরবার, ধলই আমিরভাণ্ডার দরবার, খিতাপচর আজিজ ভাণ্ডার দরবার, আব্দুল জলিল বালুশাহ দরবার, মির্জাপুর দরবার, ধলই জিন্নাত আলী শাহ দরবার, নঈমাবাদ দরবার প্রমুখ।