আজঃ শনিবার ১৪ জুন, ২০২৫

গাউছুল আজম মাইজভান্ডারীর চান্দ্রবার্ষিকী (কমরী) ওরশ সম্পন্ন

প্রেস রিলিজ

গত ৫ জুন ২০২৪, ২৭ জিলক্বদ ১৩৪৫ হিজরি, বুধবার, গাউছুল আজম মাইজভাণ্ডারী (ক.) ১২২তম কমরী ওরশ শান-এ-গাউছুল আজম মাইজভাণ্ডারী ফোরামের ব্যবস্থাপনায় ফোরামের চেয়ারম্যান আওলাদে রাসুল, আওলাদে গাউছুল মাইজভাণ্ডারী ডাক্তার শাহসুফি সৈয়দ দিদারুল হক মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ও আওলাদে গাউছুল আজম মাইজভাণ্ডারী ফোরামের ভাইস চেয়ারম্যান শাহসুফি সৈয়দ শহিদুল হক মাইজভাণ্ডারী, অন্যান্য আওলাদে মাইজভাণ্ডারী এবং অসংখ্য আওলাদে খোলাফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারীর উপস্থিতিতে মাইজভাণ্ডার দরবার শরীফের শাহী ময়দানে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সৈয়দ আবদুল্লাহ আল নোমান আজিজী। স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী হাওলাপুরী, শেখ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি। ছেমা পরিচালনা করেন কাওয়াল সৈয়দ নাছের ও তার দল। সভাপতির সমাপনী বক্তব্যের পর মিলাদ-ক্বিয়াম ও মোনাজাত পরিচালনা করেন শেখ শহিদুল্লাহ ফারুকী চরণদ্বীপি। সঞ্চালনায় ছিলেন সৈয়দ আবুল ফজল মনসুর উল্লাহ সুলতানপুরী। উপস্থিতি ছিলেন চরণদ্বীপ দরবার, আমির ভাণ্ডার দরবার, ফরহাদাবাদ দরবার, সাতগাছিয়া দরবার, রাহে ভাণ্ডার দরবার, রাজভাণ্ডার দরবার, রাহাতিয়া দরবার, আজিমনগর দরবার, আবদুল গণি চৌধুরী দরবার, দরবার-এ-আজিজিয়া, কাঞ্চননগর দরবারে রহমানিয়া, এয়াকুব ভাণ্ডার দরবার, বারেক শাহ দরবার, আবদুর রশিদ শাহ দরবার, সাতবাড়িয়া হাফেনগর দরবার, আহল্লা দরবার, আবদুল গণি কাঞ্চনপুরী দরবার, দরবারে কামালিয়া, চট্টগ্রাম দরবার, ঠান্ডা আলী শাহ দরবার, ধলই আমিরভাণ্ডার দরবার, খিতাপচর আজিজ ভাণ্ডার দরবার, আব্দুল জলিল বালুশাহ দরবার, মির্জাপুর দরবার, ধলই জিন্নাত আলী শাহ দরবার, নঈমাবাদ দরবার প্রমুখ।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত।

রাজশাহীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে সাতটায়। বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল পরিমাণ মুসল্লি এ জামাতে অংশ নেন।

এছাড়াও ঈদের প্রধান জামাতে অংশ নেন চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহীর সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, বিএনপির কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিএনপির নেতারাও।ঈদের নামাজ শেষে রাজশাহী মহানগরবাসীসহ দেশ ও জাতির কল্যান কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের প্রধান জামাত সাড়ে ৭টায়।

চট্টগ্রাম মহানগরের পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে। চট্টগ্রাম সিটি করপোরেশনের শিক্ষা বিভাগ জানিয়েছে, ঈদের দিন প্রথম জামাত শুরু হবে সকাল সাড়ে ৭টায়, আর দ্বিতীয় জামাত হবে সকাল সাড়ে ৮টায়। প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের খতিব সৈয়দ আলাউদ্দিন আবু তালেব মোহাম্মদ আলাউদ্দিন আল কাদেরী। দ্বিতীয় জামাত পরিচালনা করবেন পেশ ইমাম মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

চসিকের সমাজকল্যাণ ও সংস্কৃতি কর্মকর্তা মামুনুর রশীদ জানান, নগরবাসীর সুবিধার্থে চট্টগ্রাম সিটি করপোরেশনের উদ্যোগে নগরের বিভিন্ন এলাকায় আরও ৯টি ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। প্রতিটি জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন সকাল সাড়ে ৭টায়।
জামাতগুলোর স্থান হলো— লালদীঘির পাড় চট্টগ্রাম সিটি কর্পোরেশন শাহী জামে মসজিদ, হযরত শেখ ফরিদ (র.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে

মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী (ভিআইপি) আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুবাজার জামে মসজিদ, সাগরিকা এলাকার মা আয়েশা সিদ্দিকী (র.) চসিক জামে মসজিদ। এছাড়া নগরের বিভিন্ন এলাকায় স্থানীয় মসজিদ ও ঈদগাহে নিজ উদ্যোগে ঈদের জামাতের আয়োজন করবেন স্থানীয় মুসল্লিরা।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ