
: মহানগরীর সদরঘাটস্থ চিটাগং ট্রেডিং এন্ড কো. (বাংলাদেশ) লিঃ পরিচালিত হোটেল শাহজাহানের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফজিলা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইফতেখার হোসাইন। বক্তব্য রাখেন, পরিচালক ইব্রাহীম খলিল (হিরু),শাহজাদা আলম, নুর নাহার বেগমের পক্ষে ছেলে আরমান মাবুদ,শেয়ার হোল্ডার ইলিয়াস কিবরিয়া ও ওয়াহিদ মুরাদ। ২৪ জনের উপস্থিতিতে সভায় ২২ জন পরিচালক ও শেয়ার হোল্ডারবৃন্দের ভোটে নির্বাচিত হওয়ায় সর্বসন্মতিক্রমে ইফতেখার হোসাইনকে ব্যবস্থাপনা পরিচালক এবং ইয়াছিন মাবুদকে কার্য নির্ করে নতুন পরিচালনা পরিষদ গঠন করা হয়।
সভায় জানানো হয়, ২০১৬ সালের পর থেকে কোম্পনীর এটি প্রথম সভা। এর মধ্যে সভা করতে চাইলে শাহজাদা আলম বাধা দেওয়ায় পরিচালকবৃন্দ উচ্চ আদালতের দ্বারস্থ হন। উচ্চ আদালতের রায়ে উক্ত সভায় অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় হোটেল পরিচালনা এবং সম্পত্তি ভাগ বন্টনের জন্য ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার হোসাইনকে চেয়ারম্যান করে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়।