
নারায়নগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক,গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে কৌশল বিনিময় ও দোয়া চাচ্ছেন। আজ ৮জুন শনিবার পৌরসভার ৯ নং ওয়ার্ড দক্ষিণ বাড়ৈই পাড় এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচার প্রচারণা ও গণসংযোগ শেষে বাড়ৈই পাড় আব্দুর রহমান মার্কেট মাঠে আয়োজিত উঠান বৈঠকে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম (রফিক) বলেন, আমি গত পাঁচ বছর কাঞ্চন পৌরসভার মেয়র ছিলাম। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তা-ঘাট, কালভার্ট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ জনগণের পাশে থেকে ব্যাপক উন্নয়ন করেছি। আমি আশাকরি কাঞ্চন পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য পৌরবাসী আমাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাাদক নবিউল হাসান(শান্ত) উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ (টিপু), ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খাঁন, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদুল (মাস্টার) মামুন,মোহাম্মদ আলী, নজরুল,শাহীন, ওয়াসিম, রাজু, সেলিমসহ আরও অনেকে।