আজঃ সোমবার ২৩ জুন, ২০২৫

রূপগঞ্জের কাঞ্চন পৌরসভা নির্বাচনে ভোটারদের দ্বারে দ্বারে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম

মাহাবুবুর রহমান রনি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভার নির্বাচনে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম রফিক প্রতিটি পাড়া-মহল্লায় উঠান বৈঠক,গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। তিনি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চেয়ে কৌশল বিনিময় ও দোয়া চাচ্ছেন। আজ ৮জুন শনিবার পৌরসভার ৯ নং ওয়ার্ড দক্ষিণ বাড়ৈই পাড় এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় প্রচার প্রচারণা ও গণসংযোগ শেষে বাড়ৈই পাড় আব্দুর রহমান মার্কেট মাঠে আয়োজিত উঠান বৈঠকে মেয়র প্রার্থী রফিকুল ইসলাম (রফিক) বলেন, আমি গত পাঁচ বছর কাঞ্চন পৌরসভার মেয়র ছিলাম। পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তা-ঘাট, কালভার্ট, পয়ঃনিষ্কাশন ব্যবস্থাসহ জনগণের পাশে থেকে ব্যাপক উন্নয়ন করেছি। আমি আশাকরি কাঞ্চন পৌরসভার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য পৌরবাসী আমাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করবে ইনশাল্লাহ। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আমিনুল হক খোকন, কাঞ্চন পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাাদক নবিউল হাসান(শান্ত) উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য হাজী শফিকুল ইসলাম শফিক, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ (টিপু), ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল্লাহ খাঁন, দেওয়ান সিরাজুল ইসলাম সিরাজ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফরিদুল (মাস্টার) মামুন,মোহাম্মদ আলী, নজরুল,শাহীন, ওয়াসিম, রাজু, সেলিমসহ আরও অনেকে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নাশকতা মামলায় গ্রেফতার।

নেত্রকোনার বিএনপি দলীয় জেলা কার্যালয় ভাংচুর ও নাশকতা মামলায় সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতা সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে আটক করেছে পুলিশ।

তাকে আদালতে প্রেরণের কথা জানিয়েছে পুলিশ। এরআগে গত শুক্রবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উত্তর সাতপাই এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃত সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পদে দ্বায়িত্বরত ছিলেন। বর্তমানে আওয়ামীলীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও রাসেল তা অমান্য করে রাজনৈতিক কার্যক্রম দেদারসে চালিয়ে আসছিল। তাছাড়া ২০ জুন (শুক্রবার) সকালে আওয়ামীলীগের মিছিলে সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেল সরাসরি জড়িত ছিল বলেও জানায় পুলিশ।

এব্যাপারে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম জানান, সৈয়দ ওয়াসিউল্লাহ্ রাসেলকে বিগত আওয়ামীলীগ সরকারের আমলে বিএনপি কার্যালয় ভাংচুর ও নাশকতার ঘটনায় পরবর্তীতে দায়ের করা মামলায় আসামী হিসেবে গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান তিনি। বাকি আসামিদের গ্রেফতার প্রক্রিয়া দিন আছে।

রিকশাচালকদের মাঝে এনসিপি’র রেইনকোট বিতরণ।

বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এসিপি)’র উদ্যোগে চট্টগ্রামে রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।এনসিপি চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে নগরীর দুই নম্বর গেট এলাকায় এই রেইনকোট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় এনসিপি চট্টগ্রাম মহানগরের সংগঠক কামরুল কায়েস চৌধুরী বলেন, ‘এনসিপি একটি গণমানুষের দল। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ত্যাগ ও আদর্শকে ধারণ করে গড়ে উঠা এই দল সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে। বৃষ্টির দিনে দরিদ্র রিকশাচালকদের কষ্ট কিছুটা লাঘব করতেই আজ রেইনকোট বিতরণ করেছি। সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসেন তাহলে এই হতদরিদ্র মানুষগুলোর জীবন আরও সহজ হবে।’

রেইনকোট বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনসিপির সংগঠক মো. বেলাল হোসেন, আনিকা ইসলাম মনি, উম্মে হানি তানিয়া, আরিফ ইফতেখার, মেহেদী হাসান প্রমুখ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ