আজঃ শুক্রবার ৭ ফেব্রুয়ারি, ২০২৫

অবশেষে ১৪ বছর পর শিশু ওয়াসিম হত্যা মামলার রায় আজ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ের বহুল আলোচিত শিশু কাজী মশিউর রহমান প্রঃ ওয়াসিম হত্যা মামলার রায় আগামী ৯ জুন রোববার। ১৪ বছর পর প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত, চট্টগ্রামে মামলাটির রায় ঘোষণা হবে। হত্যার শিকার শিশু ওয়াসিম মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক কাজী বাড়ির কাজী মোশাররফ হোসেন বাবলুর পুত্র।
প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালত চট্টগ্রামের অতিরিক্ত পিপি এডভোকেট দেলোয়ার হোসেন জানান, ২০১০ সালের ২২ নভেম্বর বিকেল ৫টায় মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের ভূঁইয়া তালুক কাজী বাড়ির পূর্বপাশের ছনখোলায় আসামী কাজী নাহিদ হোসেন পল্লব ৫ বছর বয়সী শিশু ওয়াসিমকে ১০ মিনিটের উপরে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় সিগারেটের আগুনে ছ্যাকা দিয়ে শিশুটির মৃত্যু নিশ্চিত করে আসামী বাড়িতে এসে তার মা,বাবা ভাইকে ঘটনা খুলে বলে। পরিবারের পক্ষ থেকে আসামীকে পালিয়ে যেতে বললেও ঘরে লুকিয়ে থাকে। ওই রাতে আসামীর পরিবারের সদস্যরা ছনখোলা থেকে শিশুর লাশকে বস্তাবন্দী করে পাশের ধানক্ষেতে ফেলে দেয়। এদিকে শিশুটিকে না পেয়ে জেঠা কাজী একরামুল হক মিরসরাই থানায় পরের দিন ২৩ নভেম্বর একটি সাধারণ ডায়েরী দাযের করেন। ঘটনার পরেদিন শিশুর বস্তাবন্দী লাশ পাশের ধানক্ষেতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে পরিবারের সদস্যদের দিয়ে শিশু ওয়াসিমের লাশ নিশ্চিত হয়ে ঘটনাস্থল ছনখোলা থেকে আসামীর মোবাইল ও শিশুটির স্যান্ডেল উদ্ধার করে হত্যাকারীকে সনাক্ত করে। শিশুটির লাশ উদ্ধারের পর মিরসরাই থানায় শিশুটির জেঠা একটি মামলা (নং-২২(১১)১০) দায়ের করেন। পরবর্তীতে মামলাটি দায়রা জজ আদালতে দায়রা মামলা (নং-১১২৫/২০১২) মূলে চলমান থাকে। গত ২৯ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আসামী কাজী নাহিদ হোসেন পল্লব ও কাজী ইকবাল হোসেন বিপ্লবকে জামিন নামঞ্জুর করে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলা চলাকালীন সময়ে আসামী কাজী নাহিদ হোসেন পল্লব হত্যার দায় স্বীকার করে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় জাবনবন্দি দেন। মামলার বিচার প্রক্রিয়া শুরুতে ৩০২/২০১ দন্ড বিধি ধারায় আসামী কাজী নাহিদ হোসেন পল্লব, তার ভাই কাজী ইকবাল হোসেন বিপ্লব, বাবা ফজলুল কবির প্রঃ হরমুজ মিয়া ও মা মিসেস নুর জাহানের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর মধ্যে ফজলুল কবির প্রঃ হরমুজ মিয়া ও মিসেস নুর জাহান বেগম মারা যান।
শিশুটির পিতা কাজী মোশাররফ হোসেন বাবলু জানান, আমার অবুঝ আদরের সন্তান কাজী মশিউর রহমান প্রঃ ওয়াসিমকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তিনি হত্যাকারিদের সর্বোচ্চ শাস্তির আশা করছেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

নেত্রকোনায় বিদ্যালয় পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা

নেত্রকোনার আটপাড়ার নাজিরগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন শিক্ষা বান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা রুয়েল সাংমা,০৬ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে তিনি বিদ্যালয়ে পরিদর্শন করেন, এবং গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)

নিলুফা ইয়াসমিন নিপা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান খান, উপজেলা যুব
উন্নয়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, নাজিরগঞ্জ
উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
নাজমুল করিম হীরা, সহকারী শিক্ষক ও বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।

চট্টগ্রামে কম্বল বিতরণ ও ৩১ দফা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
আজ ৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শনায় ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোঃ হেলাল উদ্দিনের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক অপু চৌধুরী আকাশের সার্বিক সহযোগিতায় কম্বল বিতরণ ও ৩১ দফা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে চট্টগ্রাম মহানগর বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ছাত্র যুব ফ্রন্টের সভাপতি জেবিএস আনন্দবোধি ভিক্ষুর সভাপতিত্বে ও চট্টগ্রাম মহানগরের সিনিয়র যুগ্ম সম্পাদক মিটন রবি দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন।প্রধান বক্তা ছিলেন অর্জুন কুমার নাথ। বক্তব্য রাখেন প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, প্রশান্ত কুমার পান্ডে, সাব্বির আহমেদ, অলক সেন, রনি কান্তি দাশ, অরুপ দাশ, রতন কুমার মালি, রিপন কুমার শীল, লিটন দাশ, বিশ্বনাথ প্রতাপ শীল, রানা চৌধুরী, রুবেল ধর, আকবর শাহ থানা ছাত্রদলের নেতা ফাহিম আশরাফ, মোঃ সাইদ, আসিফুল করিম, আবু সাঈদ, মোঃ রাজু প্রমুখ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ