আজঃ রবিবার ১৩ জুলাই, ২০২৫

চট্টগ্রামে ‘আক্তারুজ্জামান ফ্লাইওভারের’ নিচে ঈদগাহ তৈরি

চট্টগ্রাম ব্যুরো: একসঙ্গে দুই হাজার মুসল্লি নামাজ আদায়ের লক্ষ্যে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ‘আক্তারুজ্জামান ফ্লাইওভারের’ নিচে ঈদগাহ তৈরি করেছে সিটি করপোরেশন।বছরের অন্যান্য সময় ওই স্থানটি জানাজার জন্য ব্যবহার করা যাবে বলে সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী ‘ফ্লাইওভারের নিচে ঈদগাহ’ উদ্বোধন করেছেন।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ জানিয়েছেন, দুই কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ৩০০ ফুট দৈর্ঘ্য এবং ৫২ ফুট প্রস্থের এ ঈদগাহ তৈরি করা হয়েছে। এর চারপাশে ওয়াকওয়ে, বসার স্থান, ওজু ও লাশ ধোয়ার স্থান এবং টয়লেট নির্মাণ করা হয়েছে।
ঈদগাহ উদ্বোধন করে মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, এ এলাকায় ঈদগাহ ও নামাজে জানাজার জন্য কোনো স্থান ছিল না। এ জন্য অনেক সময় সড়কে নামাজ আদায় করতে হতো। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটত, অন্যদিকে মানুষের ভোগান্তি বাড়তো। এলাকাবাসী এখানে ঈদগাহ ও জানাজার একটি নির্দিষ্ট স্থান তৈরির দাবি জানিয়েছিল। মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের ঈদগাহ ও নামাজে জানাজার স্থান নিয়ে দীর্ঘদিনের সংকট নিরসন করতেই আমরা এ প্রকল্প নিয়েছিলাম।
এসময় স্থানীয় সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে অব্যবহৃত এ জায়গাকে ঈদগাহ ও জানাজার স্থানে পরিণত করায় মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে মেয়র মহোদয়ের নেতৃত্বে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে নগরবাসীকে উন্নত চট্টগ্রাম উপহার দেব।
সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেন,জনগণের কল্যাণে এ উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী খুশি জনকল্যাণমুখী উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমরা সবাই একসঙ্গে কাজ করব।
কাউন্সিলর মোবারক আলীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, চসিকের প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনি, হাজী নুরুল হক, গোলাম মো. জোবায়ের, সলিমুল্লাহ বাচ্চু, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, জাফরুল হায়দার সবুজ, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলাম।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল

গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ অসংখ্য খানকাহ্ মাদ্রাসা সহ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল, মুর্শিদে বরহক আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) এর ৩৩ তম সালানা ওরশ মোবারক ও পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল গত ৬ জুলাই রবিবার দুবাই রাশেদীয়াস্থ মুহাম্মদ আতাউর রহমান গ্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয়কমিটি সহ সভাপতি মুহাম্মদ আজম খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয়কমিটি সহ সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণি এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর। এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল গফুর নোমানী, বিশেষ অতিথি ছিলেন কেন্দীয় পরিষদের উপদেষ্ঠা মুহাম্মদ ইয়াসিন,সহ সভাপতি মুহাম্মদ মনসুর আলম,মুহাম্মদ আবু তৈয়্যব,যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ মোবারক আলী,মুহাম্মদ ইফতেখার উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইয়াকুব,মুহাম্মদ আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন,সহ অর্থ সম্পাদক মুহাম্মদ মুসা,

অনুষ্ঠানে বক্তারা বলেন আহলে বায়েতে রাসূল ইমাম হোসাইন রাঃ এর সর্বোচ্চ ত্যাগ তথা শোহাদায়ে কারবালার মাধ্যমেই ইসলাম নতুন জীবন লাভ করেছে এবং সেই ইসলামের খেদমত মসৃনভাবে সারা বিশ্বে এখনো ছালিয়ে যাচ্ছেন আহলে বায়েতের অন্যতম দিকপাল শাহেন শাহ সিরিকোট, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ এবং তাঁর বংশধররা,এরকম একটি সিলসিলার ধামান ধরতে পেরে আমরা গাউসিয়া কমিটির কর্মীরা বড়ই সৌভাগ্যবান।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সেলিম উদ্দিন তৈয়্যবী,মাওলানা আবদুল করিম,এ এম এম মারুপ উল হক, মুহাম্মদ নুরুল আবছার,মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ শাহাজাহান শিকদার, মুহাম্মদ মঈনুদ্দিন, মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান প্রমূখ। পরে মিলাদ ক্বিয়াম এবং আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা’র কবরস্থান পরিষ্কার কর্মসূচী (১ম পর্ব) সম্পন্নঃ

পবিত্র শোহাদায়ে কারবালার স্বরণ ও কবরবাসীদের মাগফিরাত কামনায় মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা’র ব্যবস্থাপনায় ব্রাহ্মণবাড়িয়া জেলার, নাসিরনগর উপজেলার, চাতলপাড় ইউনিয়নের, ধানতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন “ধানতলিয়া মজমদারী কবরস্থান” এ উক্ত শাখার সভাপতি জনাব শিবলী খান ও সাধারণ সম্পাদক জনাব শিপন মিয়ার যৌথ পরিচালনায় আজ ১১ মহররকে

৭ জুলাই ২০২৫ ইংরেজি সোমবার সকাল ৮ ঘটিকা হইতে দুপুর ১২.৩০ মিনিট পর্যন্ত কবরস্থান পরিষ্কার কর্মসূচি ও করব জিয়ারত (১ম পর্ব) সমাপ্ত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ আল মাহিয়ান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার সাংগঠনিক সমন্বয়কারী মাওলানা মোহাম্মদ তামজিদ মিয়া।

সেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ধানতলিয়া দক্ষিণ শাখা’র বিভিন্ন সম্পাদক ও সদস্য এবং শুভাকাঙ্ক্ষীদের মধ্যে মোঃ মুনতাসির ভূইয়া মোঃ খন্দকার রবিউল হাসান মারুফ মোঃ জুনাইদ ভূইয়া মোঃ মোজাহিদ ভূইয়া
মোঃ তামিম মিয়ামোঃ আসরাফোল মিয়ামোঃ মিখাইল ভূইয়া মোঃ সুখন মিয়ামোঃ রবিন মিয়ামোঃ তোফায়েল মিয়া প্রমুখ।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ