
চট্টগ্রামের মিরসরাইয়ের মঘাদিয়া ইউনিয়নের একটি নাথ বাড়িতে সন্ধ্যা নামার সাথে সাথে সবার আতংক বিরাজ করে। জমি-জমা দখলে ২৯ জনের একটি চক্র রাতের আঁধারে বসতঘরে আগুন দিয়ে পুড়িয়ে ফেলার হুমকিতে ওই নাথ পরিবার ও আশপাশের বাসিন্দাদের এমন আগুন আতংক বিরাজ করছে বলে অভিযোগ করেছেন। গতকাল শনিবার সাকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে এসব অভিযোগ আনেন মিরসরাইয়ের ১১নং মঘাদিয়া ইউনিয়নের তিন গড়িয়াটোলা গ্রামের হীরালাল দেবনাথ ও তার পরিবার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, আমাদের এলাকার সংঘবদ্ধ ভূমিদস্যু চক্র ইতিপূর্বে স্কেলেভেটার মেশিন দিয়ে প্রকাশ্য দিবালোকে ফসলি জমির মাটি কেটে পুকুর খননের চেষ্টা করলে বিষয়টি প্রশাসনকে অবগত করায় প্রাণে রক্ষা পাই।
তিনি বলেন, ২৯ জনের চক্রটি ভিটেমাটি জবর দখল, হামলা, মামলাসহ বিভিন্ন রকম অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে। বর্তমানে তারা আমাদের পৈত্রিক ভিটে বাড়ী, ফসলি জমি তাদের হাতে তুলে দিয়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে যাওয়ার হুমকিসহ প্রতিনিয়ত ঘরবাড়ীতে রাতের আঁধারে ইট-পাটকেল নিক্ষেপ করে আসছে। এমনকী রাতে আগুন দিয়ে বাড়ী পুড়ে ফেলার হুমকি দিচ্ছে। এছাড়াও আমাদের আবাদি জমি থেকে বেশ কয়েকবার পাঁকা ধান কেটে নিয়ে যায়। সম্প্রতি জানতে পারি চক্রটি চট্টগ্রাম সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তাদের সাথে লেনদেনের মাধ্যমে জাল দলিল (যার দলিল নং- ১৭১১, তারিখ: ২০/০৩/১৯৫৮ )সৃজন করে আমাদের পক্ষে আদালতের রায়কৃত কিছু জায়গা চট্টগ্রাম শহরের একটি কোম্পানীর নিকট আদালতের নির্দেশ অমান্য করে বিক্রয় করার খবর পেয়েছি। এছাড়াও আমাদের ছেলেমেয়েরা স্কুল, কলেজে যাওয়ার পথে নানাভাবে হুমকি, ধমকি দিয়ে আসছে। বর্তমানে প্রায় পড়ালেখা বন্ধ করে জীবনের নিরাপত্তার স্বার্থে বাড়ীতে একঘরা হয়ে বসবাস করছি। এখন আমরা সুনির্দিষ্ট বিচার না পেলে স্বপরিবার বিষপানে আত্মহত্যা করব।
সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন, সুনীল চন্দ্র নাথ, রাখাল চন্দ্র নাথ, সন্তোষ চন্দ্র নাথ, অনিল চন্দ্র নাথ, দীপক চন্দ্র নাথ, চন্দন কুমার নাথ, মায়া রাণী নাথ, কাকলী রাণী নাথ, অঞ্জু রাণী নাথ, ছাঁয়া রাণী নাথ, টুম্পা রাণী নাথ, কাজল বালা দেবী প্রমূখ।
