আজঃ শুক্রবার ১১ জুলাই, ২০২৫

বহিবিশ্ব:

ঢাকা-দিল্লি সম্পর্ক আরও জোরদারে ৭টি নতুন সমঝোতা স্মারক সই

ঢাকা অফিস:

জাতীয়:

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ঢাকা ও নয়াদিল্লি ১০টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এসব সমঝোতা স্মারকের মধ্যে সাতটি নতুন। অন্য তিনটি নবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই দেশের মধ্যে প্রতিনিধি পর্যায়ের আলোচনার পর সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আলোচনায় মূলত সংযোগ, জ্বালানি, অভিন্ন নদীর পানি বণ্টন, সমুদ্রসম্পদ, বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা ও উন্নয়ন অংশীদারত্ব প্রাধান্য পায়।

প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর দুই দেশের প্রধানমন্ত্রী সমুদ্র অর্থনীতি ও সামুদ্রিক সহযোগিতা, রেলওয়ে, সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্য, একাডেমিক সহযোগিতা, মৎস্য ও দুর্যোগ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সমঝোতা স্মারক বিনিময় প্রত্যক্ষ করেন।

বাংলাদেশ ও ভারত সরকারের সাতটি নতুন সমঝোতা স্মারকের মধ্যে বঙ্গোপসাগর ও ভারত মহাসাগর অঞ্চলে সমুদ্র অর্থনীতি ও সমুদ্র সহযোগিতার ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ভারত মহাসাগরে সমুদ্রবিজ্ঞান ও সক্ষমতা বৃদ্ধির জন্য যৌথ গবেষণার লক্ষ্যে বাংলাদেশ ওশেনোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট (বিওআরআই) এবং ভারতের কাউন্সিল অব সাইন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চের (সিএসআইআর) মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।ডিজিটাল পার্টনারশিপের দুটি পৃথক দৃষ্টিভঙ্গি ও একটি টেকসই ভবিষ্যতের জন্য ভারত-বাংলাদেশ সবুজ অংশীদারত্বের অভিন্ন ভিশন নিয়ে দুই দেশের মধ্যে রেল-সংযোগের একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।

যৌথ ক্ষুদ্র উপগ্রহ প্রকল্পে সহযোগিতার লক্ষ্যে ভারতের জাতীয় মহাকাশ প্রচার ও অনুমোদন কেন্দ্র (ইন-স্পেস) ও মহাকাশ বিভাগ, ভারত সরকার এবং বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের মধ্যে আরেকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ (ডিএসসিসি), ওয়েলিংটন ও ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ (ডিএসসিএসসি) মিরপুরের মধ্যে কৌশলগত ও অপারেশনাল স্টাডিজের ক্ষেত্রে সামরিক শিক্ষাসংক্রান্ত সহযোগিতার জন্য একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়।

তিনটি নবায়নকৃত সমঝোতা স্মারক হলো মৎস্য সহযোগিতা স্মারক, দুর্যোগ ব্যবস্থাপনা স্মারক এবং স্বাস্থ্য ও ওষুধের সহযোগিতার ক্ষেত্রবিষয়ক সমঝোতা স্মারক।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

আমিরাতে বাংলাদেশ সমিতি আবুধাবীর কেন্দ্রীয় কমিটির নির্বাচন সম্পন্ন ।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে বহু প্রত্যাশিত বাংলাদেশ সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিনিস্টারী অব কমিউনিটি ডেভেলপমেন্টের সম্মানিত কর্মকর্তা মোহাম্মদ আল আমরী ,ডঃ জামিল আল আমালাওয়ী ও
মোহাম্মদ আল বেলুছি এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর সালাম তালুকদার, ও যুগ্ম সম্পাদক নাছির তালুকদার সভায় অডিট ,বার্ষিক প্রতিবেদন পেশ করেন সংগঠনের কোষাধ্যক্ষ মাহমুদ আজম ॥সভাশেষে সর্ব সম্মতিক্রমে ভোটের মাধ‍্যমে পুনরায় সভাপতি মনোনীত হন
প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন ,সাধারণ সম্পাদক আবদুল সালাম তালুকদার ,সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন,কোষাধ্যক্ষ মাহমুদ আজম , বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচিত হন নুর মোহাম্মদ ,আবদুল কুদ্দুস খালেক,জাকির হোসেন খতিব,মোহাম্মদ নাছির উদ্দিন তালুকদার,প্রকৌশলী আশীষ বড়ুয়া ইসমাইল হোসেন ,
মোহাম্মদ তারেক,আবুল বাশার,জাকির হোসেন জসিম .
মোহাম্মদ মঈন উদ্দিন,মোহাম্মদ আমজাদ হোসেন,
মোহাম্মদ রেজাউল করিম লিটন শেখ কামরুল হক ,
নুর হোসেন সুমন,জোবাদুল করিম ,ফরিদ আহম্মেদ তালুকদার,আতাউর রহমান,প্রকৌশলী মফিজুর ইসলাম ,
মোহাম্মদ জিয়া উদ্দিন সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি মিনিষ্টারী অব কমিউনিটি ডেভেলপমেন্ট পক্ষ থেকে দুই বছরের জন‍্য অনুমোদন দেওয়া হয় ।

হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) ওরশ ও শোহাদায়ে কারবালা স্মরণে মিলাদ মাহফিল

গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গাউসিয়া কমিটি বাংলাদেশ অসংখ্য খানকাহ্ মাদ্রাসা সহ দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল, মুর্শিদে বরহক আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহঃ) এর ৩৩ তম সালানা ওরশ মোবারক ও পবিত্র শোহদায়ে কারবালা স্মরণে আজিমুশশান মিলাদ মাহফিল গত ৬ জুলাই রবিবার দুবাই রাশেদীয়াস্থ মুহাম্মদ আতাউর রহমান গ্যারেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয়কমিটি সহ সভাপতি মুহাম্মদ আজম খান এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয়কমিটি সহ সভাপতি, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মুহাম্মদ ফজলুল কবির চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ ওমর গণি এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ ফারুক বাহাদুর। এতে প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ধর্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ আবদুল গফুর নোমানী, বিশেষ অতিথি ছিলেন কেন্দীয় পরিষদের উপদেষ্ঠা মুহাম্মদ ইয়াসিন,সহ সভাপতি মুহাম্মদ মনসুর আলম,মুহাম্মদ আবু তৈয়্যব,যুগ্ম সম্পাদক মাওলানা মুহাম্মদ মোবারক আলী,মুহাম্মদ ইফতেখার উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাজী মুহাম্মদ ইয়াকুব,মুহাম্মদ আবদুল কাদের, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মহিউদ্দিন,সহ অর্থ সম্পাদক মুহাম্মদ মুসা,

অনুষ্ঠানে বক্তারা বলেন আহলে বায়েতে রাসূল ইমাম হোসাইন রাঃ এর সর্বোচ্চ ত্যাগ তথা শোহাদায়ে কারবালার মাধ্যমেই ইসলাম নতুন জীবন লাভ করেছে এবং সেই ইসলামের খেদমত মসৃনভাবে সারা বিশ্বে এখনো ছালিয়ে যাচ্ছেন আহলে বায়েতের অন্যতম দিকপাল শাহেন শাহ সিরিকোট, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ এবং তাঁর বংশধররা,এরকম একটি সিলসিলার ধামান ধরতে পেরে আমরা গাউসিয়া কমিটির কর্মীরা বড়ই সৌভাগ্যবান।

মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা সেলিম উদ্দিন তৈয়্যবী,মাওলানা আবদুল করিম,এ এম এম মারুপ উল হক, মুহাম্মদ নুরুল আবছার,মুহাম্মদ নেজাম উদ্দিন, মুহাম্মদ হাসান মুরাদ, মুহাম্মদ শাহাজাহান শিকদার, মুহাম্মদ মঈনুদ্দিন, মুহাম্মদ আবদুল্লাহ আল রোমান প্রমূখ। পরে মিলাদ ক্বিয়াম এবং আখেরি মুনাজাতের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ