
নওগাঁর আত্রাইয়ে স্ত্রী কতৃক স্বামী মানসিক নির্যাতনের শিকার হয়েছে বলে জানাযায়। নওগাঁ জেলার আত্রাই উপজেলা ৮ নং হাটকালুপাড়া ইউনিয়ন বড়শিমলা গ্রামের মোঃ কামরুজ্জামান প্রাং পিতা আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক প্রাং ২০১২ সালে জেলার রাণীনগর উপজেলার কিসমত হরপুড়ের মোঃ তুজাম্মেল হক এর একমাত্র কন্যা মোছাঃ ফারজানা আক্তারের সঙ্গে বিবাহ সাদি হয়।
এর মাঝে দুইটি সন্তান হয় তাহাদের মাঝে। বিবাহের পর থেকে বাড়ির সবাই তাহার ব্যাবহারে অতিষ্ট হয়ে পরেছে। শুধু বাচ্চাটির মুখের দিকে তাকিয়ে থেকে নির্যাতন সহ্য করিয়ে চলিতেছে।
এলাকার জণগণ ও অতিথিরা ফারজানা আক্তার এর ব্যাবহারে অতিষ্ঠ হয়ে পরেছে। প্রতিবেশী মোঃ
রেজাউল ইসলাম,সাহাদৎ মন্তল, আব্দুর রাজ্জাক বলেন কামরুজ্জামান এর স্ত্রী ব্যাবহারে আমরা এলাকার জণগণ আতংক বিরাজ করছে কামরুজ্জামান প্রাং আত্যোহত্যার পথ যে কোন সময়ে বেছেনিতে পারে। সে বলে আমার বিবাহের পরথেকে নির্যাতনের শিকার দুইটি বাচ্চার মুখের দিকে তাকিয়ে সব সজ্যোকরে আসিতেছি এখন আর পারছিনা কামরুজ্জামানের পিতা আলহাজ্ব মোঃ আব্দুর রাজ্জাক বলেন আমার একমাত্র ছেলেকে বিবাহ দিবার পর থেকে আমরা আমার বৌমার হাতে নির্যাতনের শিকার বৌমার মুখের ভাষা এতোটাই খারাপ শেষ পর্যন্ত আমার বাড়ির ভিতোর দিয়ে ওয়াল দিতে বাদ্যোহয়েছি বৌমা শশুর শাশুড়ির সঙ্গে থাকবনা ছেলে বাবার সঙ্গে কথা বলতে পারবেনা, এমন কি তাহার দইটি বাচ্চার সঙ্গে কথা বলতে পারবেনা দাদা দাদি।
আব্দুর রাজ্জাক বলেন আমি প্রায় দুই / তিন বছর যাবৎ ছেলের সুখের আসায় সব মাথা পেতে মেনে নিয়েছি।
এর পরেও আমার ছেলের সংগে সব সময়ে খারাপ আচরণ করে বৌমা।