
চট্টগ্রাম সিটি কর্পোরেশরের সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম ২০২৪ সালের এইচ এস সি পরীক্ষার্থী পরিবহনে ১০টি বাস উপহার দিয়েছেন। এই বাসগুলো পরীক্ষার্থীদের বিনা ভাড়ায় বহন করবেন। এদিকে ৩০ জুন ২০২৪ খ্রি. সকালে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম উত্তর কাট্টলী আলহাজ¦ মোস্তফা হাকিম বিশ^বিদ্যালয় কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। এ কেন্দ্রে ১১১৯ জন শিক্ষার্থী এইচ এস সি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। কেন্দ্র পরিদর্শনকালে কেন্দ্র সচিব অধ্যক্ষ মোহাম্মদ আলমগীরসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কেন্দ্র পরিদর্শন শেষে পরীক্ষার্থীর অভিভাবকদের সাথে তিনি কুশল বিনিময় করেন। তাঁর নিজ বাসভবন এইচ এম ভবন অডিটরিয়ামে অভিভাবকদের বিশ্রামের ব্যবস্থা করে দেন। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত অভিভাবকবৃন্দ এইচ এম ভবন অডিটরিয়ামে বিশ্রামের সুযোগ পাবেন। অভিভাবকদের সাথে কুশল বিনিময়ে সাবেক মেয়র আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম বলেন, শিক্ষা বিস্তারের জন্য আমরা নিজস্ব অর্থায়নে বিশ^বিদ্যালয় কলেজ, ডিগ্রি কলেজ, ইন্টারমিডিয়েট কলেজ, মাদ্রাসা, হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন প্রতিষ্ঠা করেছি। মানবকল্যাণে আমরা ১০৬টি সেবাধর্মী প্রতিষ্ঠান পরিচালনা করে যাছি। তিনি বলেন, সুশিক্ষায় শিক্ষিত এবং মেধানির্ভর নাগরিক ছাড়া দেশের কল্যাণ সম্ভব নয়। তিনি আশা করেন বর্তমান শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অবদান রাখতে সক্ষম হবে। তিনি সকল অভিভাবকদের বলেন, সন্তানদের সুনাগরিক হিসাবে গড়ে তোলার চেষ্টা করবেন। এ সময় সাবেক মেয়রের সাথে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।