আজঃ শনিবার ৮ ফেব্রুয়ারি, ২০২৫

রথযাত্রার দিন এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি

চট্টগ্রাম ব্যুরো:

সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রার দিন অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)। গতকাল সোমবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সম্মেলনে এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের পাশাপাশি রথযাত্রার দিন সরকারি ছুটিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন ইসকন পরিচালিত শ্রী শ্রী রাধামাধব মন্দির ও গৌর নিতাই আশ্রমের অধ্যক্ষ গদাধর দাস।
তিনি বলেন, ৭ জুলাই রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে। আর ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিবছরের মতো এবারও রথযাত্রার দিন চট্টগ্রামে বড়ো আকারে শোভাযাত্রার কর্মসূচি নিয়েছে ইসকন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৭ জুলাই নগরীর ডিসি হিল থেকে রথযাত্রা শুরু হয়ে চেরাগি, আন্দরকিল্লা, লালদিঘী, কোতোয়ালী, নিউমার্কেট, বোর্স ব্রাদার্স হয়ে নন্দনকানন গিয়ে শেষ হবে। একইভাবে ১৫ জুলাই উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে।
এ সময় ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, নগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল, নন্দনকানন ইসকন রাধামাধব মন্দির ও গৌর নিতাই সেবাশ্রমের সাধারণ সম্পাদক তারণনিত্যানন্দ দাস, সহ সভাপতি অকিঞ্চন গৌর দাস, যুগ্ম সম্পাদক মুকুন্দ ভক্তি দাস ও সদস্য অপূর্ব মনোহর দাস ছিলেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

পাতালকালী মন্দির একতা সংঘের উদ্যোগে সরস্বতী পূজা উদযাপন

নগরীর পশ্চিম ফরিদাপাড়াস্থ শ্রী শ্রী পাতালকালী মন্দির একতা সংঘের উদ্যোগে মন্দির প্রাঙ্গণে সার্বজনীন শ্রীশ্রী বাণী অর্চনা ও সরস্বতী পূজা উপলক্ষে ২ ফেব্রুয়ারি, রবিবার মায়ের শুভ অধিবাস ও ঘট স্থাপন এবং ৩ ফেব্রুয়ারি, সোমবার মায়ের পূজা, পুষ্পাঞ্জলি, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, শঙ্খধ্বনি, ভোগ, মহাপ্রসাদ,

ধর্মীয় আলোচনা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যা আরতি অনুষ্ঠিত হয়। সবুজ মিত্র মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মতত্ত্ববিদ ও সমাজচিন্তাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন শ্রীশ্রী পাতালকালী মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ডা. লিটন চক্রবর্তী, সাধারণ সম্পাদক শিমুল কুমার নাথ, শ্রীমৎ গোপাল গিরি মহারাজ, শ্রীমৎ বরুণানন্দ গিরি মহারাজ, আশীষ ধর, লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, ঝুমুর সর্দার। অনুষ্ঠানে আরো

উপস্থিত ছিলেন পলাশ বিশ্বাস, বিপ্লব পাল, রিটন চৌধুরী, সুনীল দত্ত, সেন্টু দাশ, রাকেশ মিত্র, ইমন দাশ, নয়ন চক্রবর্তী, উজ্জ্বল দে, সঞ্জয় পাল, সুফল পাল, রুবেল ধর, নিতাই রুদ্র। দুদিনব্যাপী অনুষ্ঠানে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি বলেন, বিমূঢ় যুগের অন্ধকার নগরে যিনি জ্ঞানের আলোয় উদ্ভাসিত করেন, সেই আরাধ্য দেবী সরস্বতী।

সফিনগর রাধাকৃষ্ণ গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে বার্ষিক গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

হাটহাজারী ফরহাদাবাদ সফিনগর বসন্তর শীলের বাড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা ও সরস্বতী পূজা উপলক্ষে ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বার্ষিক গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন সুজন শীল, সুমন শীল, বিজন শীল। এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়নের সভাপতি গকুল মল্লিক, সাধারণ সম্পাদক মানিক নাথ, অর্থ সম্পাদক শ্রী টিপলু নাথ ও গীতা

স্কুলের সাবেক শিক্ষক ইমন, শিক্ষক ঐরূপ শীল, সফিনগর শীল বাড়ির সভাপতি রুবেল শীল। আরো উপস্থিত ছিলেন সফিনগর শীল বাড়ির সকল সদস্য। অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ