
বৈশ্বিক উষ্ণায়ন প্রতিরোধে নিয়মিত কার্য্যক্রমের অংশ হিসেবে অন্যান্য বছরের ন্যায় এই বছরও মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর উদ্যোগে মাসব্যাপী বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়। গত ২৯ জুন ২০২৪ইং শনিবার বিকাল ৫ঘটিকায় চট্টগ্রাম পাঁচলাইশ থানাধীন হামজারবাগস্থ শাহানশাহ হক ভাণ্ডারী খানকাহ শরীফে উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীর শুভ উদ্বোধন করেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ-এর সম্মানিত সভাপতি আলহাজ্ব রেজাউল আলী জসীম চৌধুরী। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচী উদ্বোধন কালে তিনি বলেন বাছ-বিচার হীনভাবে সবুজ বনানী নিধন এর ফলে বিশ্ব জলবায়ু পরিমণ্ডলে তার যে বিরুপ প্রভাব, তার ক্ষতিকর প্রভাব থেকে পরিবেশকে রক্ষা করতে বৃক্ষ রোপণ এর কোন বিকল্প নেই। সামাজিক দায়বদ্ধতা থেকে মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ প্রতিবছরই নিয়মিতভাবে এই কর্মসূচী পালন করে থাকে। তিনি মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ এর নিয়ন্ত্রণাধীন প্রায় আটশত এর অধিক শাখাকমিটিসমূহকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রতিবারের মতো এই বৃক্ষ রোপণ কর্মসূচী সফল করার জন্য উদাত্ত আহ্বান জানান এবং সেই নিরিখে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। উক্ত বৃক্ষ রোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পর্ষদ সহ-সভাপতি সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় পর্ষদ সদস্য শেখ মুজিবুর রহমান বাবুল, ডাঃ মাসুদ, বীর মুক্তিযোদ্ধা এম শামসুল আলম, সাহেদ আলী চৌধুরী, শেখ মাকসুদুর রহমান দুলাল, আবুল কালাম, মোহাম্মদ আলমগীর, মাওলানা হাবিবুল হোসাইন, তাজ মোঃ মিয়া, এস এম মোর্শেদূল আমিন, মোহাম্মদ হারেছ, এইচ এম জসীম উদ্দিন জিকো, শফিউল আজম নেজাম, এম মকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু, মোহাম্মদ আলী, ফজলুল করিম ফজু, সাংবাদিক সফিউল আলম, মোহাম্মদ হাসেম, জয়নাল আবেদীন জুলু, মাওলানা আবুল বশর, মাহাবুবুল আলম শাহ্, সিরাজুল হক সিআইপি, আমির খসরু, এস এম মহিবুল্লাহ, মোহাম্মদ রেজোয়ান নূর সিদ্দিকী উজ্জ্বল, মোঃ আশরাফুজ্জামান, এইচ এম আলী আবরাহা দুলাল, আশরাফ সিদ্দিকী, দিদারুল আলম, মোহাম্মদ আজম প্রমুখ।