
বাবা-মায়ের সঙ্গে ঘুরতে আসা এক শিশুকে চাপা দিয়ে পালানোর সময় নিহত হয়েছেন এক মোটরসাইকেল (চট্ট মেট্টো ল – ১৭-৭৫০৯) আরোহী। এ সময় পাঁচ বছর বয়সী শিশুটির গুরুতর আহত হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে ওয়াকওয়েতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই শিশু।প্রাথমিকভাবে তাদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক জানান, ওই মোটরসাইকেল চালক ওয়াকওয়ের পতেঙ্গা সৈকত জোনে এক শিশুকে ধাক্কা দিয়ে দ্রুত গতিতে পালানোর সময় চরপাড়া স্লুইজ গেইট এলাকায় নিজেও নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঘটনাস্থলে যাওয়া পতেঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) আশীষ কুমার বলেন, পাঁচ বছর বয়সী শিশুটি তার বাবা-মার সাথে বেড়াতে এসেছিলো পতেঙ্গা সমুদ্র সৈকতে। বিকেল ৩টার দিকে সী-বীচের ওয়াকওয়ে দিয়ে দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়া এক ব্যক্তি প্রথমে শিশুটিকে চাপা দেয় পরে তিনি নিজেও ওয়াকওয়েতে ধাক্কা খেয়ে পড়ে যায়।
পতেঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, তাদেরকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।