
গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে নৌ-পথে অপরাধমূলক ও অসামাজিক কার্যকলাপ দমনে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে চার জুয়ারীকে গ্রেফতার করেছে।
সোমবার( ৮ জুলাই) বিকেলে উপজেলার নামাশুলাই এলাকা থেকে চার জুয়ারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার চিতেশ্বরী এলাকার মই হোসেনের ছেলে রুবেল (৩৩), পলাশতলী এলাকার কাঞ্চনের ছেলে শাহাদাত (২৮), পলাশতলী এলাকার খোকন মিয়ার ছেলে জুয়েল (৩৮ ) ও পলাশতলী এলাকার শহিদুল আলমের ছেলে আলামিন (৩৪)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তুরাগ নদীতে ট্রলারযোগে নৌপথে একদল জুয়ারি চলন্ত ট্রলারে বসা অবস্থায় জুয়া খেলতেছে এমন গোপন সংবাদ এর ভিত্তিতে গাজীপুর জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আজমীর হোসেন এর নেতৃত্বে কালিয়াকৈর থানার চৌকশ পুলিশ সদস্যদের সাথে নিয়ে অভিযান চালিয়ে ওই চার জুয়ারীকে জুয়া খেলার বিভিন্ন আলামত সহ গ্রেফতার করা হয়।

এ সময় অভিযানে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানা পুলিশের তদন্ত (ওসি) তরিকুল ইসলাম, কালিয়াকৈর থানা পুলিশের উপ- পরিদর্শক মামুনুর রশিদ, আব্দুর রাজ্জাক রাজু, সুজিত কুমার মৃধা সহ কালিয়াকৈর থানার পুলিশ সদস্যরা। গেফতারকৃত বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নিয়মিত মামলা রুজুর প্রস্তুতি চলছে।